টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করার পর চলতি মাসেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে দুই দেশের বোর্ডের সমঝোতায় সিরিজটি আপাতত স্থগিত করা হয়েছে। যার ফলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়েই পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী আগস্টে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। তবে সিরিজের দিনক্ষণ এতদিন চূড়ান্ত ছিল না। আসন্ন এই সিরিজের সূচি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও সূত্রের বরাতে এই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’।
ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৭ আগস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ। এরপর ২১ আগস্ট প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এরপর ৩০ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ।
আরও পড়ুন:
» ২০২৪ সালে টি-টোয়েন্টিতে সেরা তিনে রিশাদ-মুস্তাফিজ
» আগামী বিপিএলে যুক্ত হতে পারে নারী আম্পায়ার
এই সিরিজের ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে বলেন, লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে এখন উন্নয়নের কাজ চলছে। সেখানে এই সিরিজের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না।
এর ফলে পাকিস্তানের তিনটি শহর- করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডির মধ্যে যেকোনো দুইটি ভেন্যুতে এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
টেস্টে এখনও পাকিস্তানের বিপক্ষে কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এর আগে ১৩ বারের দেখায় ১২ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, আর বাকি এক ম্যাচ হয়েছে।
ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৪/বিটি