Connect with us
ক্রিকেট

‘ডট বল’ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি পার করে দিচ্ছে বাংলাদেশ!

Towhid-Jaker
চ্যাম্পিয়ন্স ট্রফিকে অর্ধেকের বেশি বল ডট খেলেছে বাংলাদেশের ব্যাটাররা। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিকে ‘ডট বলের’ টুর্নামেন্টে পরিণত করছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে রান তোলার চেয়ে যেন ডট বল খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছে টাইগাররা। এত ডট খেলার কারণে দুটো ম্যাচেই বড় পুঁজি দাঁড় করাতে ব্যর্থ হয় নাজমুল হোসেন শান্তর দল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪৯.৪ ওভার খেলে ২২৮ করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এর মধ্যে ১৫৯ বল বা ২৬.৫ ওভার ডট খেলেছিল টাইগার ব্যাটাররা। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই পিচে রান তোলাটা কঠিন ছিল।

এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। তবে এই স্পোর্টিং উইকেটে খেলতে নেমে আরও বেশি ডট খেলেছে বাংলাদেশের ব্যাটাররা।

Bangladesh Team in Champions Trophy

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- আইসিসি

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড শান্তর

» পাকিস্তানের তিন তারকাকে বাদ দিতে বললেন হাফিজ 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এই ইনিংসে ৫০ ওভারের মধ্যে ৩০.১ ওভার বা ১৮১টি বল ডট খেলেছেন টাইগার ব্যাটাররা।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই কিছুটা দেখেশুনে খেলেছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ২০ ওভারে ৮২টি বল ডট খেলেছেন শান্ত-মিরাজরা। আর বাকি ৩০ ওভারে ডট বল হয়েছে আরও ১০১টি। সবমিলিয়ে অর্ধেকেরও বেশি বল থেকে কোনো রান নিতে পারেনি টাইগাররা।

বল হাতে বাংলাদেশকে সবচেয়ে বেশি চাপে রেখেছিলেন স্পিনার মাইকেল ব্রেসওয়েল। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন এই তারকা। তার ৬০ বলের মধ্যে ৪৩টি বল থেকে কোনো রান নিতে পারেনি টাইগার ব্যাটাররা।

ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ৯৯.৪ ওভার ব্যাট করেছে বাংলাদেশ। যেখানে বলের সংখ্যা ৫৯৮টি। এর মধ্যে ৩৪০ বলই ডট খেলেছেন শান্ত-হৃদয়-জাকের আলীরা।

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট