
আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথম তিন ম্যাচে টানা জয় নিয়ে বিশ্বকাপের পথ অনেকটা মসৃণ করে রেখেছিল বাংলাদেশ। তবে চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের কারণে এখনো মূল পর্বে জায়গা নিশ্চিত হয়নি। বাছাইপর্বের বাকি এক ম্যাচে জয় পেলেই সরাসরি বিশ্বকাপ খেলবে টাইগ্রেসরা।
মূল পর্ব নিশ্চিতের মিশনে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই কোনো যদি-কিন্তু ছাড়াই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে টাইগ্রেসরা। তবে এই ম্যাচে হেরে গেলে কি হবে?
বাছাইপর্বে প্রথম ৪ ম্যাচে টানা জয় নিয়ে ইতোমধ্যেই মূল পর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বাছাইপর্বে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এছাড়া স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও এই দৌড়ে টিকে রয়েছে। এই দুই দল নিজেদের শেষ ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে ৬।
আরও পড়ুন:
» ২০২৬ বিশ্বকাপ খেলবেন কিনা জানালেন মেসি
» বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখাবে যে টিভি চ্যানেল
এদিকে বাংলাদেশ শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গেলে পয়েন্ট থাকবে ৬। সেক্ষেত্রে নেট রান দিয়ে দলগুলোর ভাগ্য নির্ধারিত হবে।
বাংলাদেশের নেট রান রেট এ মুহূর্তে ১.০৩৩। অন্যদিকে স্কটল্যান্ডের নেট রান রেট ০.১৩৬ এবং ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ০.১০৬। তবে নিজেদের শেষ ম্যাচে তারা জয় পেলে তাদের নেট রান রেট বাড়বে। আর বাংলাদেশ হেরে গেলে নেট রান রেট কমে যাবে।
তবে বর্তমান নেট রান রেট বিবেচনায় বাংলাদেশ অনেক এগিয়ে। বাংলাদেশকে টপকে মূল পর্বে জায়গা করে নিতে হলে শেষ ম্যাচে স্কটল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে জয় পেতে হবে এবং বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হবে পাকিস্তানের। তবে এমনটা না হলে শেষ ম্যাচে হেরেও মূল পর্বে জায়গা করে নিতে সক্ষম হবে টাইগ্রেসরা।
আগামীকাল (শনিবার) লাহোরে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৫/বিটি
