
বাংলাদেশ ক্রিকেট দল চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে। গত বছর এই সিরিজটি দুই বোর্ডের সম্মতিতে স্থগিত হয়েছিল, তবে এবার অক্টোবরে এটি আয়োজনের পরিকল্পনা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ইতিমধ্যেই সিরিজের সূচি নিয়ে আলোচনা শুরু করেছে।
এদিকে ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। এই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার পরিকল্পনা করছে। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা এসিবির সঙ্গে সিরিজটি পুনরায় আয়োজনের বিষয়ে আলোচনা করছি। রমজানের পর আরও বিস্তারিত আলোচনা হবে। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আমরা তাদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পারব বলে আশা করছি।’
এসিবির এক কর্মকর্তাও এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা সময় ও সূচি নির্ধারণের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, অক্টোবরের শুরুতে (২ থেকে ১২ তারিখ) একটি ছোট গ্যাপ রয়েছে, যা আমরা এই সিরিজের জন্য ব্যবহার করতে পারি।
আরও পড়ুন:
» আলভারেজের পেনাল্টি বিতর্কের পর বদল আসছে শুটআউট নিয়মে?
» মাঠে ফিরেই মেসির গোল, নিশ্চিত করলেন কোয়ার্টার ফাইনাল
গত বছর জুনে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ সিরিজ হওয়ার কথা ছিল, যাতে দুই টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ অন্তর্ভুক্ত ছিল। তবে ভারতে বৃষ্টির মৌসুমের কারণে বাংলাদেশ সিরিজটি খেলতে অস্বীকৃতি জানায়। পরে নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে, যা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে গণ্য হয়েছিল।
টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও উভয় দলের সুযোগ ও সময় থাকলে টেস্ট সিরিজ খেলার সম্ভাবনাও রয়েছে। আফগানিস্তান স্বাগতিক হওয়ায় সিরিজটি ভারত, সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় আয়োজিত হতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারত কিংবা শ্রীলঙ্কায় চেষ্টা করা হতে পারে খেলার।
বাংলাদেশের জন্য ২০২৪ সালটি ব্যস্ততম একটি বছর হতে যাচ্ছে। এপ্রিলে তারা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এছাড়াও ডিসেম্বর পর্যন্ত চারটি দ্বিপাক্ষিক সিরিজ এবং এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এফটিপির বাইরে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলার পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বছরটি হবে বেশ চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ।
ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৫/এফএএস
