২০২৩ ওয়ানডে বিশ্বকাপ মিশন আজ শুরু করছে বাংলাদেশ। ১৫ সদস্যের দল নিয়ে খেলতে গেছে বাংলাদেশ। এই দলের প্রথম পরীক্ষা আফগানিস্তানের বিরুদ্ধে। ১৫ সদস্যের দলের কোন চারজন আজ বেঞ্চে বসে থাকবেন? আর কোন ১১জন খেলবেন তা নিয়ে ভক্তদের মধ্যে সম্ভাব্যতা যাচাই চলছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে সম্ভাব্য একাদশের খবর। হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। এই মাঠে বাংলাদেশ আগে কখনো খেলেনি। সেই সঙ্গে ধর্মশালায় সর্বশেষ ওয়ানডে ম্যাচটিও হয়েছে ৬ বছর আগে ২০১৭ সালে। তাই মাঠের আচরণ নিয়ে একটু উদ্বেগ রয়েছে।
আজকের ম্যাচের একাদশ থেকে নাসুম আহমেদ ও শেখ মাহদীর মধ্যে যেকোনো একজন বাদ যাবেন। মাহমুদউল্লাহ রিয়াদকে বসিয়ে রাখা হতে পারে আজ। হাসান মাহমুদ ও তানজিম সাকিবের মধ্যে যেকোন একজন খেলবেন। আর মুস্তাফিজকে আজ মাঠে নাও দেখা যেতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহীম, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন, শরীফুল ও হাসান মাহমুদ।
আফগানিস্তান সম্ভাব্য একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, নাভিন-উল-হক, মুজিবুর রহমান ও ফজলহক ফারুকী।
আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৩/এজে