এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলার নারী ক্রিকেটাররা। যেখানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও গতকাল পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ।
গতকাল সোমবার দুবাইয়ের আইসিসি একাডেমিতে বিশ্বকাপের মূল পর্বের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেখানে পাক নারীদের ২৩ রানে পরাজিত করে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি সমাপ্ত করল টাইগ্রেসরা।
এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের পরিবর্তিত অধিনায়ক দিলারা আক্তার। দলীয় পারফরম্যান্সে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান স্কোরবোর্ডে জমা করতে সক্ষম হয় লাল-সবুজের প্রতিনিধিরা। জবাব দিতে নেমে ১১৭ রানের গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
ব্যাট করতে নেমে ওপেনিংয়ে বাংলাদেশকে দারুন শুরু এনে দেন সাথী রানী ও দিলারা আক্তার। এদিন সাথীর ব্যাট থেকে আসে ১৬ বলে ২৩ রান। দুই ওপেনার টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। দিলারাও ফিরেছেন ১০ রান করে।
দলের হয়ে সর্বোচ্চ ১৭ বলে অপরাজিত ২৮ রান করেছেন স্বর্ণা আক্তার। এছাড়া সোভানা মোস্তারি ১৫ রান, নিগার সুলতানা ১৮ রান, তাজ নেহার ১৭ রান ও রিতু মনি করেন ১৪ রান। অর্থাৎ দলের প্রথম সাতজন ক্রিকেটার স্পর্শ করেছেন দুই অঙ্কের রান।
এতে করে লড়াই করার মত মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ। তবে ম্যাচের বাকি কাজটা সহজে করে দেন দলের বোলাররা। প্রতিপক্ষের জোড়া উইকেট শিকার করেছেন মারুফা, রাবেয়া, ফাহিমা ও স্বর্ণা। এছাড়া পাকিস্তানকে ১১৭ রানে অলআউট করার পথে আরেক উইকেট নেন নাহিদা।
আরও পড়ুন: বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৪/এফএএস