মাঠে গড়িয়েছে এশিয়া কাপের আসর। পাকিস্তান-নেপাল ম্যাচও খেলে ফেলেছে। এশিয়া কাপে আগামীকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) শুরু হচ্ছে টাইগারদের চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। পাল্লেকেলেতে বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
এশিয়া কাপের ১৪টি আসরে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু আজও শিরোপা অধরা টাইগারদের। এবারো তাদের মিশন বেশ চ্যালেঞ্জিং। সুপার ফোরে উঠতে গ্রুপ পর্বে দরকার অন্তত একটি জয়।
দলে নেই তামিম ইকবাল, লিটন দাসের মতো ভরসা যোগ্য ক্রিকেটার। সাকিব ও মুশফিকই দলে সবচেয়ে অভিজ্ঞ । অলরাউন্ডার মেহেদী মিরাজ, তাসকিন, মোস্তাফিজরাও খেলছেন দীর্ঘদিন। বাকিদের বেশির ভাগই তরুণ।
ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েব সাইট ক্রিকইনফো।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহীম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: দিমুথ করুণারত্নে, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ ওয়াল্লালেগা, মাহেশ থিকসেনা, বিনুরা ফার্নান্দো ও কাসুন রাজিথা।
আরও পড়ুন: বিশাল জয়ে এশিয়া কাপে পাকিস্তানের যাত্রা শুরু
ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৩/এজে