লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুটা আশানুরূপ হলো না বাংলাদেশের। সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। বিশাল এই হারের পর নতুন করে দুঃসংবাদ পেল নাজমুল হোসেন শান্তর দল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে বাংলাদেশের। গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১-১ এ ড্র করে টেবিলের চারে উঠে এসেছিল টাইগাররা। এবার চার থেকে সাতে নেমে গেছে দলটি।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৮০ রানেই অলআউট করে দেয় বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে ১৮৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ধনাঞ্জয়া ডি সিলভার দল।
দ্বিতীয় ইনিংসে আরো ৪১৮ রান যোগ করে বাংলাদেশকে ৫১১ রানের টার্গেট দেয় সফরকারীরা। পাহাড়সম এই টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হয় শান্ত-লিটনরা। মাত্র ১৮২ রান করেই থামে দ্বিতীয় ইনিংস। ৩২৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় সফরকারীরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ বাংলাদেশ পেছালেও বিশাল এই জয় নিয়ে এগিয়েছে শ্রীলঙ্কা। টেবিলের তলানি থেকে বাংলাদেশের একধাপ উপরে ছয়ে উঠে এসেছে দলটি।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান ৩৩.৩৩। আর ৬৮.৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত।
আরও পড়ুন: লিটনের দায়িত্বহীন ব্যাটিং নিয়ে যা বললেন শান্ত
ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৪/এমটি