Connect with us
ক্রিকেট

সিরিজ হারের পর আইসিসি থেকে নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ

Bangladesh team (6)
বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাটে ধারাবাহিক ভরাডুবির পর ওয়ানডে ফরম্যাটে ফিরেছিল বাংলাদেশ। তবে নিজেদের পছন্দের এই ফরম্যাটেও যেন ভাগ্য বদলাতে পারল না টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। এতে আইসিসি কর্তৃক নতুন দুঃসংবাদ পেল টিম টাইগার।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের ২ ম্যাচে পরাজিত হয়ে র‍্যাংকিংয়ে অবনতি ঘটেছে বাংলাদেশের। যেই টাইগাররা একসময় ঘোরাফেরা করতো ওয়ানডে র‍্যাংকিংয়ের ছয়-সাত নম্বর অবস্থানে, তারা এবার নেমে গেছে নবম স্থানে। গতকাল রাতে আইসিসির হালনাগাদকৃত পরিসংখ্যানে জানা যায় এমন তথ্য।

২০০৭ সালের পর ওয়ানডে র‍্যাংকিংয়ে কখনো এতটা অবনতি ঘটেনি বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ শুরুর আগে তাদের অবস্থান ছিল অষ্টম। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ৮৬। অপরদিকে ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের পরেই অবস্থান করছিল আফগানরা। এবার এই বাংলাদেশকে হারিয়েই তাদের র‍্যাংকিংয়ে টপকে গেছে হাশমাতউল্লাহ শাহীদির দল।

আরও পড়ুন:

» নাহিদ রানার গতিতে মুগ্ধ সিমন্স, যত্ন নিয়ে চান গড়ে তুলতে

» বার্সেলোনার মেয়েদের ম্যাচসহ আজকের খেলা (১২ নভেম্বর ২৪)

বর্তমানে দুই দলের রেটিং পয়েন্ট সমান ৮৫। তবে ভগ্নাংশের দিক থেকে এগিয়ে থাকায় বাংলাদেশকে পেছনে ফেলেছে আফগানিস্তান। প্রায় দীর্ঘ ১৭ বছর পর ওয়ানডে র‍্যাংকিংয়ের এতটা নিচে নেমেছে টাইগাররা। এদিকে র‍্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এরপর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

এরপর চতুর্থ অবস্থান থেকে সপ্তম অবস্থান পর্যন্ত ধারাবাহিকভাবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। মজার বিষয়, গেল ওয়ানডে বিশ্বকাপে যেই শ্রীলঙ্কাকে হারিয়ে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে দিয়েছিল বাংলাদেশ, সেই শ্রীলঙ্কাও এখন বাংলাদেশের থেকে তিন ধাপ ওপরে।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট