
ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তবে প্রথম ম্যাচেই ব্যর্থ হয় সফরকারীরা। স্বাগতিকদের বিপক্ষে ৯৮ রানে হেরে যায় আজিজুল হাকিক তামিমের দল। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় দিয়ে দারুণভাবে ঘুরে দাড়িয়েছে যুবা টাইগাররা।
সোমবার (২৮ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ওয়ানডে শ্রীলঙ্কার যুবাদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২১১ রান করে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে ৩৪.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এদিন রানতাড়ায় নেমে ইনিংসের শুরু থেকে মারকুটে ভঙ্গিতে খেলতে থাকেন জাওয়াদ আবরার। তবে আরেক ওপেনার কালাম সিদ্দিকি ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। দলীয় ৩৪ রানের মাথায় ক্যাচ তুলে দিয়ে ফিরে যান তিনি। এই ওপেনারের ব্যাট থেকে আসে ১৪ বলে ৫ রান রান।
আরও পড়ুন:
» তাইজুলের ৫ উইকেট, প্রশংসায় ভাসালেন তামিম
» শেষ বিকেলে তাইজুলের ঘূর্ণি, হঠাৎ এলোমেলো জিম্বাবুয়ে
কালাম ফিরে যাওয়ার পর মাঠে আসেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এরপর জাওয়াদ ও আজিজুল মিলেই জয়ের বাকি কাজটুকু সম্পন্ন করেন। দ্বিতীয় উইকেটে ১৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ৯ উইকেটের বিশাল জয় উপহার দেন এই দুই ব্যাটার।
বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন জাওয়াদ। ১০৬ বলে ১৩০ রানের এক অসাধারণ ইনিংস খেলেন তিনি, যেখানে ১৪ চার ও ৬ টি ছক্কার মার ছিল। এছাড়া আজিজুলও খেলেছেন এক দারুণ ইনিংস। ৮৯ বলে ৫ চার ও ৩ ছক্কার মারে ৬৯ রান করে অপরাজিত ছিলেন যুবা অধিনায়ক। শ্রীলঙ্কার হয়ে একটি উইকেট নেন কুগাদাস মাথুলান।
এর আগে বোলিং করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কার ব্যাটারদের চাপে রাখে বাংলাদেশের বোলাররা। পাওয়ারপ্লেতে দলটির ২ উইকেট তুলে নেয় সফরকারীরা । এরপর নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকে ফাহাদ-ইমনরা। শেষদিকে ফাহাদের দাপুটে বোলিংয়ে ২১১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন চামিকা হিনাতিগালা। এছাড়া দিনুরা দামসিথ ৪৭, দিমন্থ মাহাভিথানা ৩৯ এবং দুলনিথ সিগেরা ২৩ রান করেন। বাংলাদেশের হয়ে ৬ উইকেট শিকার করেন আল ফাহাদ। এছাড়া ইকবাল হোসেন ইমন ২টি এবং সামিউন বাসির ও আজিজুল হাকিম একটি করে উইকেট নেন।
এই জয় দিয়ে ছয় ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ মে) সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৫/বিটি
