ধারাবাহিক ব্যর্থতার পর দীর্ঘ প্রায় এক বছরের জন্য জাতীয় দলের বাইরে ছিটকে গিয়েছিলেন টাইগার লোয়ার অর্ডার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। ফিরেই উড়ন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন এই টাইগার ক্রিকেটার।
আজ উইন্ডিজদের বিপক্ষে মাত্র ৮৮ রানে ৭ উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশ শত রানের মাঝেই অলআউট হয় কিনা তা নিয়ে জেগে ছিল শঙ্কা। তবে তারপরেই দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেন শামীম পাটোয়ারী। তার ১৭ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১২৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
এরপর টাইগার বোলারদের দারুন বোলিংয়ে রানে জয়ের স্বাদ পায় লিটন দাসের দল। এতে করে এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। আর এতে ম্যাচ সেরার পুরস্কার উঠে তার হাতে। এর আগে প্রথম ম্যাচে জাতীয় দলে ফিরে দারুন ব্যাটিংয়ে দলকে জেতাতে রেখেছিলেন ভূমিকা।
সেই ম্যাচে সাত নম্বরে উইকেটে এসে শামীম খেলেছিলেন ১৩ বলে ২৭ রানের ঝকঝকে এক ইনিংস। দুই ইনিংস মিলিয়ে তিনি হাকিয়েছেন ৫ ছক্কা ও ৩ চারের মার। চলতি টুর্নামেন্টে লোয়ার অর্ডার ব্যাটিংয়ে দলকে দারুণ ভরসা যোগাচ্ছেন এই টাইগার ক্রিকেটার। এর আগে বেশ কিছুদিন এই পজিশনে ধুকতে থাকা বাংলাদেশকে শামীম দিলেন স্বস্তি।
আরও পড়ুন:
» টানা দুই জয়ে উইন্ডিজদের সিরিজ হারাল বাংলাদেশ
» রদ্রিকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার ভিনিসিয়ুস
আজ ম্যাচ সেরা পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, ‘প্রথমত জাতীয় দলে ফিরতে পেরে আমি বেশ খুশি। হ্যাঁ, দলে আমার ভূমিকা একজন ফিনিশার হিসাবে। আমি প্রতিটা বল মারার এবং ইতিবাচক থাকতে চেষ্টা করি। আমার প্ল্যান যখনই আমি ব্যাট করার সুযোগ পাই, ম্যাচ শেষ করে আসতে চাইবো। আমি গেল কিছু মাসে অনেক কষ্ট করেছি, আমি অনেক খুশি।’
২০২১ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর লাল সবুজের জার্সিতে ১৬ ইনিংসে ব্যাটিং করেছেন এই টাইগার ক্রিকেটার। এর মাঝে তিনি করেছেন এক ফিফটি। আর এই সংক্ষিপ্ত ফরমেটে তার সংগ্রহ ১২৬ স্ট্রাইকরেটে ৩১৬ রান। শেষ দুই ম্যাচে যেভাবে খেলেছেন শামীম, সেই ছন্দ যেন দীর্ঘ বয়ে নিয়ে যেতে পারেন সেটাই চাওয়া ক্রিকেট সমর্থকদের।
ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৪/এফএএস