Connect with us
ক্রিকেট

জাকের-নাসুমের কল্যাণে আড়াইশো পেরোলো বাংলাদেশ

Bangladesh Vs Afghnistan 2nd Odi
বাংলাদেশ-আফগানিস্তান। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শারজায় টস জিতে আগে ব্যাট করতে শুরুটা দারুণ করেছিল টাইগাররা। কিন্তু শেষ ৯ ওভারের আগে দ্রুত ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল তারা। তবে শেষদিকে নাসুম আহমেদ ও জাকের আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পেয়েছে দলটি।

শারজায় প্রথম ইনিংস শেষে ৭ উইকেটে ২৫২ রান করেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই রানের আগেই আফগানিস্তানকে আটকাতে হবে তাসকিন-মুস্তাফিজদের।

এদিন ব্যাট করতে নেমে ১৭ বলে ২২ রানের দ্রুতগতির এক ইনিংস খেলে ফিরে যান তানজিদ তামিম। দলীয় ২৮ রানের মাথায় সেই আল্লাহ মোহাম্মদ গজনফারের শিকার হয়ে ফিরে যান তিনি। এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭১ রান। তবে আজও ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি সৌম্য। ২ চার ও ২ ছয়ের মারে ৪৯ বলে ৩৫ রান করে ফিরে যান তিনি।

আরও পড়ুন:

» এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হলো ভারত

» সমীকরণের জালে জড়ানো ভারত, ছুটি কি বাতিল রোহিতের? 

সৌম্যর ফেরার পর মিরাজকে সঙ্গে নিয়ে জুটি গড়েন শান্ত। এরইমাঝে নিজের অর্ধশতকও তুলে নেন বাংলাদেশ কাপ্তান। ৫৩ রান যোগ করার পর ভাঙে তৃতীয় উইকেটের জুটি। দলীয় ১৫২ রানের মাথায় রশিদ খানের বলে বোল্ড হয়ে ফিরে যান এই ব্যাটার।

মিরাজ ফেরার পর বেশিক্ষণ দাঁড়াতে পারেননি তাওহীদ হৃদয়। আজও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। মাত্র ১১ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেছেন তিনি। তবে হৃদয় ফেরার পরই দ্রুতই আরো দুটি উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৮৩ রানের মাথায় খারোতের শিকার হয়ে ফিরে যান শান্ত। প্যাভিলিয়নে ফেরার আগে ৬ চার ও ১ ছয়ের মারে ১১৯ বলে ৭৬ রান করেন টাইগার কাপ্তান।

শান্তর পর একই ওভারে ফিরে যান মাহমুদউল্লাহও। প্রথম ইনিংসে ২ রান করা এই ব্যাটার আজ মাত্র ৩ রান করে ফিরে গেছেন। দ্রুত ২ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। তবে নাসুম আহমেদ ও জাকের আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। সপ্তম উইকেটে ৪১ বলে ৪৬ রান যোগ করেন এই দুই ব্যাটার।

নাসুম ১ চার ও দুই ছয়ের মারে ২৪ বলে ২৫ রান করে ফিরে যান। তবে জাকের শেষ পর্যন্ত ব্যাট করে দারুণ ফিনিশিং দেন। ১ চার ও ৩ ছয়ের মারে ২৭ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন অভিষিক্ত এই ব্যাটার।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন নেঙ্গালিয়া খারোতে। এছাড়া রশিদ খান ও গজনফার ২টি করে উইকেট শিকার করেছেন।

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট