Connect with us
অন্যান্য

চীনের জালে গুনে গুনে হাফ ডজন গোল দিলো বাংলাদেশ

crifo bd hockey
চীনের জালে গুনে গুনে ৬টি গোল দিয়েছে জয়-আব্দুল্লাহরা

ফুটবলে অন্ধকার যুগ কাটলেও হকিতে যেন সোনালী দিনের আভাস পাওয়া যাচ্ছে। বড়রা না পারলেও, ছোটদের হাত ধরে প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বছর অনূর্ধ্ব ১৯ হকি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এরই মাঝে এসেছে আরও একটি বড় জয়।

চলমান যুব এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচ জয় দিয়ে সম্পন্ন করেছে মওদুদুর রহমানের শিষ্যরা। এর আগে গতকাল থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবার যুব বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশ হকি দল। এক দিনের ব্যবধানে আরও একটি জয়ের মুখ দেখলো বাংলাদেশ যুব হকি দল।

crifo Hockey

ইতিহাস গড়ে প্রথমবার হকির বিশ্বকাপে বাংলাদেশ।

বুধবার (৪ ডিসেম্বর) ওমানের রাজধানী মাসকটে চীনের জালে গুনে গুনে ৬টি গোল দিয়েছে জয়-আব্দুল্লাহরা। ৬-৩ গোলের জয়ে আসর শেষ করেছে।


আরও পড়ুন :

» বাবা হয়ে সন্তানের জন্য দোয়া চাইলেন মুস্তাফিজুর রহমান

» রচিত হলো ইতিহাস, বাংলাদেশ খেলবে হকি বিশ্বকাপ

» ট্রফি নিয়ে চা বাগানে কারা, শ্রমিক নাকি অধিনায়ক?


ম্যাচের প্রথম কোয়ার্টার ১-১ সমতা ছিল। পরের কোয়ার্টারে তিন গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। বিপরীতে চীন এই কোয়ার্টারে মাত্র একটি গোল করে। ৪-২ স্কোরলাইন নিয়ে দুই দল মধ্য বিরতিতে যায়।

বিরতি থেকে ফেরার পর পরের কোয়ার্টারে বাংলাদেশ গোল না পেলেও চীন একটি গোল করে ব্যবধান ৪-৩ করে। চতুর্থ কোয়ার্টারের শুরুতে বাংলাদেশ গোল করে লিড ৫-৩ করে। অন্তিম মুহুর্তে আরেকটি গোল করে ৬-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

Crifo Hockey

প্রথমবার হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ

টুর্নামেন্টে বাংলাদেশ ও চীন একই গ্রুপে ছিল। গ্রুপ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি এগিয়ে থেকেও নাটকীয়তায় ১-১ গোলে ড্র হয়। গ্রুপ ম্যাচে চীনকে হারাতে না পারলেও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ঠিকই হারিয়েছে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য