
নেপাল সফরের ইতি টানল বাংলাদেশ নারী কাবাডি দল এক দারুণ জয়ের মাধ্যমে। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ২৮-২৩ পয়েন্টে হারিয়ে সফর শেষ করলেন শ্রাবণী-বৃষ্টিরা। প্রথমার্ধে ৭ পয়েন্টে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তনে ম্যাচ নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে দুটি লোনা সহ বাংলাদেশের সংগ্রহ ছিল ২১ পয়েন্ট। যদিও সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নেয় নেপাল, সফরের শেষটা ছিল বাংলাদেশের জন্য গর্বের।
সফরের শুরুটা ছিল চ্যালেঞ্জিং। প্রথম ম্যাচে ৪১-১৮ এবং দ্বিতীয় ম্যাচে ২৯-২২ পয়েন্টে হেরে শুরুতেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ২৬-২৩ পয়েন্টে জয় পায় দলটি। চতুর্থ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২১-১৭ পয়েন্টে হেরে সিরিজ হার নিশ্চিত হয়।
ললিতপুরের সাতদোবাতোর তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত শেষ ম্যাচের প্রথমার্ধে ছন্দে ছিল না বাংলাদেশ। ম্যাচের ৮ মিনিটে একটি লোনা আদায় করে নেয় নেপাল, ফলে ৭ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতিতে স্কোর ছিল নেপাল ১৪, বাংলাদেশ ৭।
আরও পড়ুন
» নাটকীয়তা শেষে কোপা দেল রে ফাইনালে খেলছে রিয়াল মাদ্রিদ
» ৪ জয়ের পর ১ হারেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ বাংলাদেশের
তবে দ্বিতীয়ার্ধে দৃঢ় মানসিকতা ও কৌশলী পারফরম্যান্সে বদলে যাওয়া এক বাংলাদেশকে দেখা যায় মাঠে। ধারাবাহিক পয়েন্ট সংগ্রহের মাধ্যমে লোনা আদায় করে এগিয়ে যেতে থাকে তারা। শেষ দিকে দুর্দান্ত রক্ষণ ও আক্রমণে নেপালকে চাপে ফেলে জয় নিশ্চিত করে সফরকারীরা।
ভারতে অনুষ্ঠিতব্য নারী কাবাডি বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতির আদর্শ মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, এই সিরিজে মেয়েরা যে উন্নতি করেছে, তা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিশ্বকাপের আগে কোথায় কাজ করতে হবে, তা স্পষ্ট হয়েছে। এমন আত্মবিশ্বাস নিয়ে পদকের স্বপ্ন দেখা যেতেই পারে।
তিনি আরও বলেন, এখন দরকার সঠিক পরিচর্যা ও পরিকল্পনা। বাংলাদেশ দল ভালো অবস্থানে আছে, যত্নবান হলে সাফল্য সম্ভব।
ভবিষ্যতে নেপালের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলার আগ্রহের কথাও জানান তিনি। আমরা ভবিষ্যতে নিরপেক্ষ মাঠে কিংবা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চিন্তাভাবনা করছি, বলেন তিনি।
আত্মবিশ্বাসী পারফরম্যান্স, ধারাবাহিক উন্নতি ও সামনে থাকা বিশ্বকাপ—সব মিলিয়ে নারী কাবাডিতে নতুন আশার আলো দেখছে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৫/এসএ/এনজি
