
চলমান আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে একের পর এক রেকর্ড গড়ছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের দেখা পেয়েছিল টাইগ্রেসরা। থাইল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ২৭১ রান তুলেছিলেন জ্যোতিরা। এবার নিজেদের তৃতীয় ম্যাচে এসেই এই রেকর্ড ভেঙে দলীয় সংগ্রহের নতুন রেকর্ড গড়েছে দলটি।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলেছে বাংলাদেশ। ওয়ানডে এটাই টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাত্র ৫৯ বলে ১১ চারের মারে এই অপরাজিত ইনিংস খেলেন তিনি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানের মাথায় ইশমা তানজিমকে (১৪) হারায় বাংলাদেশ। এরপর ফারজানা হক ও শারমীন আক্তারের ব্যাটে এগোতে থাকে টাইগ্রেসরা। দ্বিতীয় উইকেট জুটিতে ১০৩ রান যোগ করেন তারা।
আরও পড়ুন:
» বাংলাদেশ বনাম ভারত : একনজরে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি
» জিম্বাবুয়ে সিরিজের আগে নতুন কোচ পেল বাংলাদেশ
দলীয় ১৩৮ রানের মাথায় ফিরে যান শারমীন। তার ব্যাট থেকে আসে ৭৯ বলে ৫৭ রান। এরপর শারমীনের দেখানো পথেই হাঁটেন ফারজানা। এই ওপেনারের ব্যাট থেকেও আসে ৫৭ রান। এরপর জ্যোতি বেশ কয়েকটি জুটি গড়ে দলকে বড় লক্ষ্য এনে দেন। তাকে বেশি সময়ের জন্য সঙ্গ দিয়েছিলেন ফাহিমা খাতুন। তার ব্যাট থেকে এসেছে ২৬ রান।
স্কটল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন ক্যাথরিন ব্রাইস। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন র্যাচেল স্লেটার, ক্লোই আবেল, প্রিয়নাজ চ্যাটার্জি ও ক্যাথেরিন ফ্রেজার।
ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৫/বিটি
