ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে একটি স্মরণীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ করল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এতে এক নতুন এক মাইলফলক স্থাপন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সিরিজের প্রথম ম্যাচে শেষ মুহূর্তের রোমাঞ্চের পর ৭ রানে জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক হলেও পরবর্তী দুই ম্যাচে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারেনি স্বাগতিকরা। বিশেষ করে পাওয়ার হিটার খ্যাত ক্যারিবিয়ান ব্যাটারদের বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি। এতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে রানের ব্যবধান আরো বেড়ে যায়। দ্বিতীয় ম্যাচে ২৭ এবং তৃতীয় ম্যাচে ৮০ রানের বিশাল ব্যবধানে জয় পায় টিম টাইগার্স।
সবমিলিয়ে এই সিরিজে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে। একনজরে রেকর্ডগুলো দেখে নেওয়া যাক-
বিদেশের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ
প্রায় এক যুগ পর পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে হোয়াইটওয়াশের স্বাদ দিলো বাংলাদেশ। সবশেষ ২০১২ সালের জুলাইয়ে আয়ারল্যান্ডকে তাদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
চতুর্থ দল হিসেবে হোয়াইটওয়াশ
চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এর আগে এই কীর্তি গড়েছিল ভারত, ইংল্যান্ড ও পাকিস্তান।
আরও পড়ুন:
» রানে ফিরতে কোচ সালাউদ্দিনের সঙ্গে কাজ করছেন লিটন
» বছরের সর্বশেষ বোর্ডসভা ডেকেছে বিসিবি, হতে পারে যেসব আলোচনা
৮০ রানের জয়
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষ টি-টোয়েন্টিতে ৮০ রানে জয় পেয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি রানের ব্যবধানের জয় এটি। এর আগে উইন্ডিজ জিতেছিল ৭৩ রানে। আর বাংলাদেশ জিতেছিল ৩৬ রানে।
১০৯ ম্যাচে হার
টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড হচ্ছে ১০৯। এটি এখন উইন্ডিজদের দখলে। আগে বাংলাদেশের দখলে ছিল এই লজ্জাজনক রেকর্ড। ১০৭টি ম্যাচে হেরেছে টিম টাইগার্স। তবে সিরিজ জিতেই শীর্ষস্থান থেকে নাম কাটা যায় বাংলাদেশের। এই লজ্জাজনক রেকর্ডে বাংলাদেশের পরেই আছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। লঙ্কানরা ১০৪টি এবং জিম্বাবুয়ে ১০৩টি ম্যাচে হেরেছে।
শেষ ওভারে তিন ছক্কা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির শেষ ওভারে ৩টি ছক্কা মেরেছেন জাকের আলী অনিক। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়েছেন এই ব্যাটার। এর আগে প্রথম ব্যাটার হিসেবে সৌম্য সরকার জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন।
উল্লেখ্য, তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল বাংলাদেশ। টেস্টে ১-১ সমতার পর ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হেরে যায় টাইগাররা। এরপর টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৪/বিটি