বিপিএলের রেশ না কাটতেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল থেকে থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। বিপিএল চলা কালেই দেশে চলে এসেছিল লঙ্কানরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে আজ রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের এই সফরে লঙ্কানরা খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। সঙ্গে থাকছে লাল বলের দুটি খেলাও। টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যেই সিলেট পৌঁছেছে উভয় দল। সেখানেই হবে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ। আগামীকাল সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি।
এই সফরে মিরপুরে নেই কোন ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে আয়োজিত হবে সিলেটেই আগামী ৬ ও ৯ মার্চ। প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হলেও সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে বিকেল ৩টায়।এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রাম যাবে উভয় দল।
আগামী ১৩ মার্চ বেলা ২ টা ৩০ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে আগামী ১৫ ও ১৮ মার্চ। দ্বিতিয় ম্যাচও একই সময় আয়োজিত হলেও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
এরপর দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ফের সিলেটে ফিরবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেখানে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২২-২৬ মার্চ। দ্বিতীয় টেস্ট খেলতে আবারও চট্টগ্রামে আসবে দু’দল। সেখানে বাংলাদেশ সফরের শেষ এই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল।
এক নজরে পূর্ণাঙ্গ সিরিজের সময়সূচি:
ম্যাচ | ভেন্যু | তারিখ | সময় |
১ম টি-টোয়েন্টি |
সিলেট | ৪ মার্চ | সন্ধ্যা ৬টা |
২য় টি-টোয়েন্টি | সিলেট | ৬ মার্চ | সন্ধ্যা ৬টা |
৩য় টি-টোয়েন্টি | সিলেট | ৯ মার্চ | বিকেল ৩টা |
১ম ওয়ানডে | চট্টগ্রাম | ১৩ মার্চ | দুপুর ২:৩০টা |
২য় ওয়ানডে | চট্টগ্রাম | ১৫ মার্চ | দুপুর ২:৩০টা |
৩য় ওয়ানডে | চট্টগ্রাম | ১৮ মার্চ | সকাল ১০টা |
১ম টেস্ট | সিলেট | ২২ মার্চ | সকাল ১০টা |
২য় টেস্ট | চট্টগ্রাম | ৩০ মার্চ | সকাল ১০টা |
আরও পড়ুন: হঠাৎ অবসরে রোমান সানা, কী বলছে ফেডারেশন?
ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৪/এফএএস