Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-শ্রীলঙ্কা: ওয়ানডে সিরিজ শেষে ব্যাটে-বলে সেরা কারা?

Crifo Best batter Bowler
ওয়ানডে সিরিজ শেষে ব্যাটে সেরা লিয়ানাগে-বলে সেরা তাসকিন

টাইম আউট-হেলমেট উদযাপন, তাওহীদ হৃদয়ের উত্তেজনা, রিশাদ হাসানের ঝড় দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। সমান সমান লড়াই করেছে দুই দলই। তবে শেষ ম্যাচে দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এই সিরিজে কেমন ছিল ক্রিকেটারদের পারফরম্যান্স।

তিন ম্যাচের এই সিরিজ শেষে সিরিজ সেরা হয়েছেন নাজমুল হাসান শান্ত। কিন্তু সবচেয়ে বেশি রান তার না। সর্বোচ্চ রান শ্রীলঙ্কার জেনিথ লিয়ানাগের। তিন ম্যাচে ৮৮.৫ গড়ে সর্বোচ্চ ১৭৭ রান করেছেন লিয়ানাগে। আছে একটি শতকও। অন্যদিকে দুইয়ে আছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। তিনিও পেয়েছেন শতকের দেখা। করেছেন ১৬৩ রান।

তিন ম্যাচে ৫০.৩৩ গড়ে ১১৪ রান করে তালিকার তিনে রয়েছেন পাথুম নিশাঙ্কা। তালিকার চতুর্থ নম্বরে থাকা চারিথ আসালাঙ্কা ১৪৬ রান করেছেন। ১৩৫ গড়ে একটি হাফসেঞ্চুরি ১৩৫ রান করে তালিকার পাঁচে রয়েছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম।

বোলিং বিভাগে শীর্ষস্থানে আছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তিন ওয়ানডেতে ৮ উইকেট নিয়েছেন তিনি। ৬টি উইকেট নিয়ে তালিকার দুইয়ে হাসারাঙ্গা। পাঁচটি করে উইকেট নিয়ে তালিকার তিন ও চারে রয়েছেন লাহিরু কুমারা, শরীফুল ইসলাম। তালিকার পাঁচে থাকা মাদুশাঙ্কার উইকেট ৪টি।

আরও পড়ুন: পিএসএল ২০২৪: ফাইনাল শেষে কোন দল কী পুরস্কার পেল?

ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট