ওমানে চলমান ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ (মঙ্গলবার) শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে যারা জয়লাভ করবে তারাই সেমির টিকিট পাবে।
ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়েছে ম্যাচটি।
এ টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে পরাজিত করলেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেছে আকবর আলীর দল। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন:
» যে টার্গেট দিয়ে মিরপুর টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
» নারী ফুটবলারদের যে দুই সমস্যা দেখছেন সাবেক কোচ ছোটন
» কোয়ার্টার ফাইনাল: ইংল্যান্ডের মুখোমুখি ফ্রান্স
অন্যদিকে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে হংকংকে পরাজিত করেছে। দুই ম্যাচে বাংলাদেশের সমান দুই পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে থেকে দুইয়ে অবস্থান করছে লঙ্কানরা।
বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি সরাসরি দেখুন :
তিন ম্যাচে দুই জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে যারা জয়লাভ করবে তারাই সেমিফাইনালে উঠবে।
বাংলাদেশ একাদশ : পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, মোহাম্মদ নাইম, তাওহীদ হৃদয়, আকবর আলী , শামীম হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দায় রনি, রকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল।
শ্রীলঙ্কা একাদশ : নুওয়ানিডু ফার্নান্দো, লাহিরু উদারা, যশোধা লঙ্কা, পবন রথনায়েকে, সাহান আরাচ্চিগে, অহান বিক্রমাসিংহে, রমেশ মেন্ডিস, দুশান হেমন্ত, নিপুন রণসিকা, নিমেশ বিমুক্তি, ঈশান মালিঙ্গা।
ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৪/বিটি