Connect with us
ক্রিকেট

পিছিয়ে যেতে পারে বাংলাদেশ শ্রীলংকার পূর্ণাঙ্গ সিরিজ

পিছিয়ে যেতে পারে বাংলাদেশ-শ্রীলংকা পূর্ণাঙ্গ সিরিজ
পিছিয়ে যেতে পারে বাংলাদেশ-শ্রীলংকা পূর্ণাঙ্গ সিরিজ। ছবি- সংগৃহীত

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ২০২৪ সালে ফেব্রুয়ারির মাঝামাঝিতে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে বিপিএলের কারণে সেটি এখন পেছানোর চিন্তা ভাবনা করছে বিসিবি। সফরে দুইটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

ইতোমধ্যে আসন্ন বিপিএলের ১০ম আসরের জন্য সূচি প্রকাশ করেছে বিসিবি। আগামী ১৯ জানুয়ারি থেকে আসরটি চলবে ১ মার্চ পর্যন্ত। বিপিএলের এমন সূচির কারণে ফেব্রুয়ারির মাঝামাঝিতে শ্রীলঙ্কা দলের ঢাকায় আসার কথা থাকলেও সেটি পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে করা হচ্ছে।

সিরিজের আনুষ্ঠানিক কোনো সময়সূচি প্রকাশ না করলেও বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘আমার মনে হয় এটাকে কিছুটা রিসিডিউল করতে হবে। আনঅফিসিয়ালি বলছি, মোস্ট প্রোবাবলি এটা হয়তো মার্চের ৫ তারিখ থেকে শুরু হতে পারি। এরকম একটা কথা চলছে।’

তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বিলম্বে শুরু হলে পরবর্তী সিরিজে শিডিউলের চাপে পড়ে যেতে পারে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরপরই এপ্রিলে জিম্বাবুয়েতে দুই টেস্ট আর পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলার কথা আছে বাংলাদেশের।

এছাড়াও জুন মাসে কিছুটা বিরতি দিয়ে জুলাই থেকে ডিসেম্বর প্রতি মাসেই থাকছে বাংলাদেশের সিরিজ। যার মাঝে অ্যাওয়ে সিরিজে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ আতিথেয়ত্ব দেবে বাংলাদেশকে। অন্যদিকে বাংলাদেশে সফরে আসবে প্রোটিয়ারা।

আরও পড়ুন: ফিফা ২০২৩ বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় আছেন যারা

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট