তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে পরাজয়ের পর এবার টাইগারদের লক্ষ্য লঙ্কানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামে পাড়ি জমেছে দু’দল। আগামী বুধবার (১৩ মার্চ) শুরু হবে ওয়ানডে ফরমেট সিরিজের প্রথম ম্যাচ।
মাঠে বসে খেলা দেখার জন্য ইতিমধ্যে শুরু হয়েছে ম্যাচের টিকিট বিক্রি। এর আগে বিসিবি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করেছে টিকিটের মূল্য। আজ সোমবার থেকেই অনলাইনে কাটা যাবে ম্যাচের টিকিট। আগামীকাল মঙ্গলবার থেকে সরাসরি কাটা যাবে ম্যাচ টিকিট।
সর্বনিম্ন ২০০ টাকায় চট্টগ্রামের দর্শকরা পাবে মাঠে বসে খেলা দেখার সুযোগ। এই টাকায় ওয়েস্টার্ন স্ট্যান্ড থেকে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা। ক্লাব হাউজ থেকে খেলা দেখতে খরচ করতে হবে ৫০০ টাকা। এছাড়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা। তবে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটির টিকিট।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৩, ১৫ ও ১৮ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
আরও পড়ুন: ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচসহ আজকের খেলা (১১ মার্চ ২৪)
ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৪/এফএএস/এজে