Connect with us
ক্রিকেট

জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Bangladesh vs Hong Kong
হংকংকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ওমানে পর্দা উঠেছে পুরুষ ইমার্জিং এশিয়া কাপের ষষ্ঠ আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ (শুক্রবার) হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে হংকংকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভযাত্রা করেছে লাল সবুজের প্রতিনিধিরা। 

আল আমিরাতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে হংকং। জবাবে ১৮.২ ওভারে ৫ উইকেট হাতে জয় তুলে নেয় বাংলাদেশ।

এদিন শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বোলিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয় আকবর আলীদের। ৯ রানেই হংকংয়ের দুটি উইকেট তুলে নেন তারা। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন রিপন মন্ডল।

আরও পড়ুন:

» সাকিবের পরিবর্তে মুরাদ, যা বললেন প্রধান নির্বাচক

» বছরে মেসির দ্বিগুণের বেশি আয় রোনালদোর 

তবে তৃতীয় উইকেটে নিজাকাত খান ও বাবর হায়াতের ৬৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় হংকং। দলীয় ৭৪ রানের মাথায় নিজাকাত (২৫) ফিরে গেলেও বাবরের ব্যাটে এগোতে থাকে দলটি। একপ্রান্তে ব্যাটাররা আসা-যাওয়ার মধ্যে থাকলেও অপরপ্রান্তে একাই লড়ে যান তিনি। তার ৬১ বলে ৮৫ রানের ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত ১৫১ রানের লড়াকু পুঁজি পায় হংকং।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন রিপন মন্ডল। এছাড়া চারজন বোলার ১টি করে উইকেট পেয়েছেন।

জবাবে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে দলীয় ৩২ রানে জিশান আলমের (১১) বিদায় ভাঙে উদ্বোধনী জুটি। এরপর কিছুটা বিপদে পড়ে দলটি। দলীয় ৫৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। জিশানের পর সাইফ হাসান (৫) এবং তার কিছুক্ষণ পর বিদায় নেন ওপেনার পারভেজ হোসেন ইমনও (২৮)।

কিছুটা ব্যাকফুটে পড়ার পর আকবর আলীর ব্যাটে ম্যাচে ফিরে বাংলাদেশ। ইনিংসের ১২ তম ওভারে ২ চার ও ২ ছয়ের মারে ২১ রান নিয়ে দলকে চালকের আসনে ফেরান বাংলাদেশ অধিনায়ক। এরপর তাওহীদ হ্রদয়ও রানে তুলতে শুরু করেন। তাদের ৩৩ বলে ৫৪ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ।

হৃদয় ২২ বলে ২৯ রান করে ফিরে যাওয়ার পর শেষদিকে আউট হয়ে যান আকবরও। প্যাভিলিয়নে ফেরার আগে ২৪ বলে ৪৫ রানের ম্যাচজয়ী এক ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। শেষদিকে শামি হোসেন ও মাহফুজুর রহমান রাব্বির ক্যামিওতে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

হংকংয়ের পক্ষে এহসান খান ৩ টি এবং আতিক ইকবাল ও নাসরুল্লা রানা ১টি করে উইকেট নিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট