Connect with us
ক্রিকেট

বড় জয়ে জিম্বাবুয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

Bangladesh Vs Zimbabwe 1st T20
জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

জয় দিয়ে জিম্বাবুয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।

শুক্রবার (৩ মে) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১২৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ২৮ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় টাইগাররা।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৮ রানের মাথায় শেখ মেহেদির শিকার হয়ে ফিরে যান ক্রেইগ আরভিন। এরপর কিছুটা মেরে খেলার চেষ্টা করেন জয়লর্ড গাম্বি ও ব্রায়ান বেনেট।

কিন্তু দলীয় ৩৬ রানের মাথায় জয়লর্ড গাম্বি রানআউট হয়ে ফিরে গেলে ভেঙে যায় তাদের ২৮ রানের জুটি। জয়লর্ড ফিরে গেলেই বাধে বিপত্তি। ৩৬ থেকে আর ৫ রান তুলতেই আরো ৫টি উইকেট খুইয়ে বসে তারা। তাসকিন-সাইফউদ্দিনদের বোলিং তান্ডবে ৪১ রানেই ৭ উইকেট হারায় সসফরকারীরা।

পরবর্তীতে দলকে বিপদ থেকে উদ্ধার করেন ক্লাইভ মান্দান্ডে ও ওয়েলিংটন মাসাকাদজা। তাদের ৬৫ বলে ৭৫ রানের জুটিতে শেষ পর্যন্ত ১২৪ রানের পুজি পায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ চার ওভারে ১৪ এবং সাইফউদ্দিন ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩টি করে উইকেট নেন। এছাড়া চার ওভারে ১ মেডেনসহ ১৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন শেখ মেহেদি।

স্বল্প রান তাড়া করতে নেমে শুরুতে লিটস দাসকে হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ১ রান করে ফিরে যান লিটন। এরপর বাংলাদেশকে কিছুটা চেপে ধরে জিম্বাবুয়ের বোলাররা। তবে তানজিদ তামিম ও শান্তর ব্যাটে চাপ কমিয়ে এগোতে থাকে বাংলাদেশ।

দলীয় ৫৭ রানের মাথায় আউট হয়ে যান শান্ত। ফেরার আগে ২৪ বলে ২১ রানের একটি ধীরগতির ইনিংস খেলেন টাইগার কাপ্তান। শান্ত ফিরে গেলে অপর প্রান্তে বিধ্বংসী মেজাজে খেলতে থাকেন তামিম। অভিষেক ম্যাচেই ৩৬ বলে তুলে নেন নিজের প্রথম ফিফটি।

তৃতীয় উইকেটে তামিম ও তাওহীদ হৃদয়ের ৩৬ বলে ৬৯ রানে ঝোড়ো জুটিতে ১৫.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। তামিম ৪৭ বলে ৬৭ এবং হৃদয় ১৮ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন।

জিম্বাবুয়ের হয়ে ১টি করে উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি ও লুক জংওয়ে।

আরও পড়ুন: তামিমের টি-টোয়েন্টি অভিষেক, ক্যাপ পরিয়ে দিলেন মাহমুদউল্লাহ 

ক্রিফোস্পোর্টস/৩মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট