Connect with us
ক্রিকেট

ডাচদের ২২৯ রানে থামাল বাংলাদেশ

bangladesh vs netrarlands
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস। ছবি- সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে আজ (শনিবার) মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। বাংলাদেশের সেমিতে যাওয়ার যে ক্ষীণ সম্ভাবনাটুকু আছে, তা বাঁচিয়ে রাখতে তাই আজ জয়ের বিকল্প নেই সাকিব বাহিনীর সামনে। ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করা নেদারল্যান্ডসকে অবশ্য প্রথম ইনিংসে মাত্র ২২৯ রানেই অলআউট করে দিয়েছে টিম বাংলাদেশ।

জিততেই হবে এমন ম্যাচে শুরুতেই টস হেরে বোলিংয়ে আসে লাল সবুজ বাহিনী। তবে এদিন বিশ্বকাপে ভুগতে থাকা বাংলাদেশের পেস বোলাররাই ডাচদের টপ অর্ডারকে গুঁড়িয়ে দেয়। প্রথম তিন উইকেটই শিকার করে পেসাররা।

দুই টপ অর্ডার শুরুতেই আউট হয়ে গেলে তৃতীয় উইকেট জুটিতে ওয়েসলি বারেসি এবং কলিন অ্যাকারম্যান শুরুর ধাক্কা কিছুটা সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু ১৪ ও ১৫ তম ওভারে বারেসি এবং অ্যাকারম্যান আউট হয়ে গেলে ফের চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। ৪১ বলে ৪১ রানে মোস্তাফিজের বলে আউট হন বারেসি।

পরে স্কট এডওয়ার্ডসের ৮৯ বলে ৬৮ রানের ইনিংস ব্যতীত আর কোনো ডাচ ব্যাটারই বড় রানের সংগ্রহ করতে পারেনি। ৬৮ রান করে তিনিও মোস্তাফিজের শিকার হয়ে সাজ ঘরে ফেরেন। ইঙ্গেলব্রেখট এর ৩৫ এবং শেষ দিকে লোগান ফন বিকের ১৬ বলে ২৩ রানের ক্যামিওতে ২২৯ রানের পুঁজি পায় আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখানো নেদারল্যান্ডস।

আজ বাংলাদেশের সব বোলারই বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। তাসকিন, শরীফুল, মোস্তাফিজ তিন পেসারই সমান ২ টি করে উইকেট নিয়েছেন। শেখ মেহেদী নিয়েছেন ২ উইকেট এবং অধিনায়ক সাকিব নিয়েছেন ১ উইকেট। এবার দেখার পালা ২৩০ রানের লক্ষ্য টপকাতে বাংলাদেশের কোনো বেগ পেতে হয় কি না।

আরও পড়ুন: নাটকীয় ম্যাচে শেষ হাসি প্রোটিয়াদের, স্বপ্ন ভাঙছে বাবরদের

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৩/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট