Connect with us
ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ

Bangladesh stumbled at the beginning of the SAFF Championship
ভারতের কাছে হেরে সাফের যাত্রা শুরু করল বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ভুটানের থিম্পুতে আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে শুরুটা সুখকর হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

এক বছর আগে ভুটানের থিম্পুর এই চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশের জুনিয়র দল। এবার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটি বাংলাদেশের জুনিয়রদের জন্য ছিল প্রতিশোধের ম্যাচ।

তবে এ যাত্রায় প্রতিশোধ নেওয়া হলো না বাংলাদেশের জুনিয়রদের। ম্যাচের পুরো সময়ে গোলশূন্য থাকার পর যোগ করা সময়ে গোল হজম করে তারা। নির্ধারিত সময়ের পর ১ পয়েন্ট পাওয়ার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ৩ পয়েন্টই হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন:

» চিপকে ৪৫ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন তাসকিন-বুমরাহরা

» চেন্নাইয়ের পিচে নতুন ইতিহাস লিখল বাংলাদেশের পেসাররা 

চাংলিমিথাংয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে যায় ভারত-বাংলাদেশ। তবে একাধিক আক্রমণ করেও কোনো দলই গোলের দেখা পাচ্ছিলো না। ফলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে স্কোরলাইন ছিল গোলশূন্য। এরপর ৫ মিনিট ইনজুরি সময় দেওয়া হয়।

যোগ করা সময়ে ৯২ মিনিটের মাথায় কর্নার থেকে করা ক্রসে হেড দিয়ে গোল করে ভারতকে এগিয়ে দেন সুমিত শর্মা। এরপর আর গোল শোধ করতে পারেনি বাংলাদেশ। ফলে ১-০ গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় টিটুর শিষ্যদের।

আগামী ২২ সেপ্টেম্বর গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের মোকাবিলা করবে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল