Connect with us
ক্রিকেট

মিরপুর টেস্টে প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে ভুগছে বাংলাদেশ

south africa test team
উইকেট পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার উদযাপনের দৃশ্য। ছবি: সংগৃহীত

আজ (সোমবার) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ভুগছে বাংলাদেশ। ৪০ রানেই ৪ উইকেট। ওপেনার সাদমান ইসলাম, মুমিনুল হকের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফিরলেন ম্যাচের প্রথম ৭ ওভারের আগেই। অভিজ্ঞ মুশফিকুর রহিমও বেশিক্ষণ ২২ গজে টিকতে পারেননি।

দীর্ঘ সময় পর ঘরের মাঠে খেলতে নেমে কোনো রান না করেই আউট ছিলেন সাদমান ইসলাম। অফ স্টাম্পের বাইরের বলে অকারণে কাভার ড্রাইভ করার চেষ্টা ছিল বাংলাদেশের ওপেনারের। এতে ব্যাটে বলে ভালোভাবে সংযোগ না হলে ক্যাচ উঠে সেকেন্ড স্লিপে। ফলে ৬ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন।

বাংলাদেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন মুমিনুল। তবে এই ম্যাচটি রাঙাতে পারলেন না বাঁ-হাতি এই ব্যাটার। মুল্ডারের শিকার হয়ে ফিরেছেন তিনি।

বাংলাদেশের উইকেট পতন।

ব্যাটিং বিপর্যয়ের দিনে দলে হাল ধরতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলকে খাদে ফেলে ৭ বলে ৭ রান করে আউট হন তিনি। এরপর মুশফিকুর রহিম এবং লিটল দাস ক্যাসিগো রাবাদার শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।

মেহেদী হাসান মিরাজকে ফুলিশ লেংথের আর্ম বল দিয়েছিলেন কেশব মহারাজ। টার্ন করবে ভেবে মিরাজ সামনের পায়ে এসে বলটি খেলেন। তবে বল আঘাত করে তাঁর সামনের প্যাডে। আম্পায়ার নিতিন মেনন আঙুল তুলে আউট ঘোষণা করেন। মিরাজ রিভিউ নেন। কিন্তু থার্ড আম্পায়ার টিভি রিপ্লে দেখে নিতিন মেননের সিদ্ধান্ত বহাল রাখেন। ৬০ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ লাঞ্চ ব্রেকে বাংলাদেশ।

আরও পড়ুন: অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে অনন্য নজির গড়লেন অ্যামেলিয়া

ক্রিফোস্পোর্টস/২১ অক্টোবর ২৪/এইচআই

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট