হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ বি থেকে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখলো জামাল ভূইঁয়ারা।
সাফ চ্যাম্পিয়নশিপে রবিবার (২৫ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি বাঁচা-মরার ম্যাচটি ৩-১ গোলের বড় ব্যবধানে জিতেছে জাভিয়ের কারবেরার শিষ্যরা। আগে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে হেরেছিল।
ম্যাচের ১৭ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠিয়ে দেন হামজা মোহাম্মদ। লাল-সবুজ শিবিরে জেঁকে বসে হারের শঙ্কা। কিন্তু ৪২ মিনিটে সেই গোল শোধ দেন নাম্বার টেন রাকিব হাসান। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
বিরতির পর আক্রমণ বাড়ায় বাংলাদেশের ফুটবলাররা। ৬৭ মিনিটে ডেনমার্ক থেকে আসা তারিক কাজী দেখা পান জালের। ২-১ ব্যবধানে এগিয়ে যায় রাকিবরা। খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে মোরসালিন কাজী গোল করলে লাল-সবুজ শিবির উল্লাসে ফেটে পড়ে।
গ্রুপ বি থেকে দুটি ম্যাচ খেলে একটি জয় একটি হারে দুইয়ে আছে বাংলাদেশ। এক ম্যাচে এক জয়ে শীর্ষে আছে লেবানন। আগামী ২৮ জুন গ্রুপের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে জামাল ভূইয়ারা।
আরও পড়ুন: বার্লিনের মাঠে সাফল্যের জোয়ার, বাংলাদেশের একাধিক সোনা জয়
ক্রিফোস্পোর্টস/২৫জুন২৩/এসএ