
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার ম্যাচে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আগে ব্যাট কররে নেমে ভালো লক্ষ্য দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। কিউইদের ২৩৭ রানে টার্গেট দিয়েছে টাইগাররা। তবে এই পুঁজি ডিফেন্ড করতে নেমে বল হাতে দারুণ শুরু পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুরুর চার ওভারেই নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দলকে ২টি উইকেট উপহার দিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। রানের খাতা খোলার আগেই তাসকিনের শিকার হয়ে ফিরেছেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো উইল ইয়াং। অন্যদিকে রানার শিকার অভিজ্ঞ কেন উইলিয়ামসন। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৫ রান।
এদিন বোলিংয়ে নেমে প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন। ওভারের শেষ বলে ইয়াংয়ের স্টাম্প উড়িয়ে দেন এই পেসার। কোনো রান না দিয়েই শেষ করেন প্রথম ওভার।
আরও পড়ুন:
» টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে টেনেটুনে ২৩৬ বাংলাদেশের
» পাকিস্তানের তিন তারকাকে বাদ দিতে বললেন হাফিজ
এরপর বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নামা নাহিদ রানা। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে কেন উইলিয়ামসনকে ফেরান এই গতি তারকা। সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান রানা। আইসিসি ইভেন্টে এটাই তার প্রথম উইকেট।
শুরুতে ২ উইকেট হারানোর পর এখন মাঠে আছেন ডেভন কনওয়ে ও রাচীন রবীন্দ্র। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ২০ রান।
এর আগে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ৭৭, জাকের আলীর ৪৫, রিশাদ হোসেনের ২৬, তানজিদ তামিমের ২৪ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ২৩৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। কিউইদের মাইকেল ব্রেসওয়েল ৪টি, উইলিয়াম ওরুর্ক ২টি এবং ম্যাট হেনরি ও কাইল জেমিসন ১টি করে উইকেট নিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৫/বিটি
