Connect with us
ক্রিকেট

বড় দুই তারকাকে ছাড়াই ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ছবি- গুগল

ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য ঘোষিত এই দলে রয়েছে বড় চমক। বাদ পড়েছেন সিনিয়র দুই তারকা।

সোমবার (২৬ জুন) বিসিবি ঘোষিত প্রাথমিক দলে দেখা যায়নি দেশসেরা পেসার জাহানারা আলম ও ব্যাটার রুমানা আহমেদকে। তবে দলে ফিরেছেন সালমা খাতুন।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ হবে। আগামী ৯, ১১ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। আর আগামী ১৬, ১৯ ও ২২ জুলাই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।

বিসিবি ঘোষিত বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোশতারি, মুরশিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ

ক্রিফোস্পোর্টস/২৬জুন২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট