চলতি মাসেই তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ নারী দল। আসন্ন সিরিজকে সামনে রেখে এরই মধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটের মাঠে খুবই ব্যস্ত সময় পার করছে নিগার সুলতানারা। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে সিরিজ খেলেছে টাইগ্রেসরা। যেখানে টি-টোয়েন্টি ও ওয়ানডে দু’টি সিরিজই জিতেছে জ্যোতিরা। তবে চলতি মাসেই ৩ ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবে নারীরা। আর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
এই সিরিজকে সামনে রেখে বিসিবির ঘোষণা করা ১৬ সদস্যের মধ্যে জায়গা হয়নি বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক সালমা খাতুন ও জাহান আলমের। তবে দলে ফিরেছেন লতা মন্ডল। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন আরো ৪ জন ক্রিকেটার।
আগামী ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে মেয়েরা। আগামী ৩ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি এবং ১৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল:
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সোবহানা মোস্তারি, ফারজানা হক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস ও ফাহিমা খাতুন।
স্ট্যান্ড বাই:
শারমিন আক্তার, নিশিতা আক্তার, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম।
আরও পড়ুন: সুখবর পেলেন নিগার সুলতানা
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৩/এমটি