Connect with us
ক্রিকেট

এবার বিশ্বকাপে জরিমানার দুঃসংবাদ পেলো সাকিববাহিনী

Bangladesh team fined for slow over rate
ম্যাচ হেরে যাওয়ার পর জরিমানাও গুনতে হচ্ছে সাকিবদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর ইংল্যান্ডের কাছে বড় হার। পরাজয়ের পর আবার জরিমানার দু‍ঃসংবাদ এলো সাকিব আল হাসান বাহিনীর। ইংল্যান্ডের সাথে স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে টাইগারদের।

মঙ্গলবার (১০ অক্টোবর) ইংল্যান্ডের কাছে কোন পাত্তা পায়নি টাইগাররা।লজ্জাজনক পরাজয়ের পাশাপাশি স্লো ওভার রেটের জন্য জরিমানাও গুনতে হচ্ছে তাদের। বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ শেষে আইসিসির এলিট প্যানেলের রেফারি জাভাগাল শ্রীনাথ বাংলাদেশকে জরিমানা করেন।

তিনি বলেন, বাংলাদেশ ফিল্ডিংয়ের নির্ধারিত সময়ে এক ওভার পিছিয়ে থাকায় এই জরিমানা করা হয়েছে। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ শেষে আম্পায়াররা বাংলাদেশের বিপক্ষে স্লো ওভার রেটের জন্য অভিযোগ আনেন।

বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান এই অভিযোগ মেনে নেওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। পরবর্তীতে এ বিষয়ে আর কোন শুনানিও হবে না বলে নিশ্চিত করেন শ্রীনাথ।

হাই স্কোরি ম্যাচে ইংল্যান্ড ৩৬৪ রান করলেও বাংলাদেশ মাত্র ২২৭ রানে অলআউট হয়ে ১৩৭ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে।

দুই ম্যাচ শেষে একটি জয় ও একটি পরাজয়ে বাংলাদেশের পয়েন্ট ২। রান রেট প্লাস থেকে নেমে এসেছে মাইনাসেও। নিট রান রেট (-)০.৬৫৩। দশ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছয়ে।

আরও পড়ুন: রিজওয়ান-শফিকের সেঞ্চুরিতে রেকর্ড জয় পাকিস্তানের

ক্রিফোস্পোর্টস/১‌১অক্টোবর২৩/এমটি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট