
এর আগে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর ফিফা র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছিল বাংলাদেশ ফুটবল নারী দল। এবার মার্চের শুরুতে নতুন করে হালনাগাদ করা হলো দল গুলোর র্যাঙ্কিং। যেখানে দুঃসংবাদ পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা।
সাফ চ্যাম্পিয়নশিপের পর দলের প্রধান কোচের সঙ্গে দ্বন্দ্ব দেখা যায় সিনিয়র ফুটবলারদের। বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ১৮ নারী ফুটবলার। আর এতে জুনিয়রদের নিয়ে নতুন দল গঠন করেন এই ব্রিটিশ কোচ। আর সেই দল নিয়েই সংযুক্ত আরব আমিরাত সফর করেন তিনি।
জুনিয়র ফুটবলারদের নিয়ে গড়া দলের প্রতি খুব বেশি প্রত্যাশা ছিল না। র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে থাকা এই দলের বিপক্ষে বাংলাদেশ পরাজিত হয় টানা দুই ম্যাচে। আর এতেই ফিফার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। ৬ রেটিং পয়েন্ট হারিয়ে ১৩৩ তম অবস্থানে নেমে এসেছেন আফিদা খাতুনরা।
আরও পড়ুন:
» রোনালদোর আল নাসরের ম্যাচসহ আজকের খেলা (৭ মার্চ ২৫)
» মোহামেডান-আবাহনী জিতলেও হেরেছে তামিমের গুলশান
গতকাল (বৃহস্পতিবার) রাতে নারী ফুটবলের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে বাংলাদেশের নতুন রেটিং পয়েন্ট ১০৯১.৮১। আরব আমিরাতের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ খেলা দুই ম্যাচেই ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশের মেয়েরা।
এদিকে, দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে হারিয়ে ৪ ধাপ উন্নতি হয়েছে আরব আমিরাতের মেয়েদের। তাদের নতুন অবস্থান ১১২তম। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে শীর্ষ দুই দেশ ভারত (৬৯) ও নেপাল (৯৯)। আর নারী ফুটবলের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।
ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৫/এফএএস
