বাজেভাবে হেরে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার কাছে হেরে প্রথম রাউন্ডেই বিদায়ের শঙ্কায় পড়েছে সাকিব আল হাসানরা। গ্রুপপর্বের শেষ ম্যাচ এখন ডু অর ডাই। সুপার ফোরে যেতে আফগানদের হারানোর কোনো বিকল্প নেই।
নক আউট বা হারলেই বিদায় এমন সমীকরণে রূপ নেয়া ম্যাচটি খেলতে শ্রীলঙ্কা ছেড়েছে বাংলাদেশ দল। গ্রুপপর্বে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। লঙ্কা ভূমি ছেড়ে সেদিকেই রওনা করেছে টাইগাররা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা থেকে লাহোরের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন সাকিবরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রবিবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হবে আফগান-টাইগার।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল হাথুরুর শিষ্যরা। জবাবে ১১ ওভার ও ৫ উইকেট হাতে রেখে টপকে যায় লঙ্কানরা।
আরও পড়ুন: বিশ্বকাপ জেতানো দুজনকে বাদ দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৩/এজে