টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত বুধবার (১৫ মে) মাঝরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। অবশেষে আজ শুক্রবার নিরাপদেই ক্রিকেটারদের বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের হস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেইজে দেওয়া একটি ভিডিও থেকে নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে ভিডিও করে সেটি বিসিবির অফিশিয়াল ফেসবুক পেইজে পোস্ট করেছে তারা। সেখানেই দেখা যায়, মাহমুদুল্লাহ, লিটন, তাসকিনরা নিজেদের লাগেজ নিয়ে বিমানবন্দর পার হয়ে টিম বাসে করে নিজেদের হোটেলের দিকে যাচ্ছেন।
বাংলাদেশ থেকে ক্রিকেটাররা বুধবার রাত ১ টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে করে রওনা হন। তবে তারা সরাসরি যুক্তরাষ্ট্রে আসেননি। আগে বাংলাদেশ থেকে তাদের দুবাইতে যেতে হয়েছে। তারপর সেখান থেকে আজ আয়োজক দেশটিতে পৌঁছেছে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড। যদিও বিশ্বকাপ মিশন শুরুর আগেই শান্ত-সাকিবদের স্বাগতিক যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে হবে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। ২১ মে, ২৩ মে ও ২৫ মে তিন ম্যাচ সিরিজ শেষে বিশ্বকাপের জন্য প্রতিবেশী ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে হাথুরু শিষ্যদের। ভারত-বাংলাদেশ ম্যাচটি আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের নবনির্মিত নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামটির উদ্বোধন করা হবে।
এটি বিশ্বের প্রথম এবং একমাত্র মডুলার ক্রিকেট স্টেডিয়াম। মাত্র পাঁচ মাস সময়ে এই স্টেডিয়ামটি নির্মিত হয়েছে যেটির দর্শক ধারণ ক্ষমতা ৩৪ হাজার।
আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়ে ব্রাজিলের ইতিহাস
ক্রিফোস্পোর্টস/১৭মে২৪/এমএস/বিটি