আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল। ২৭ ঘণ্টা ভ্রমণ শেষে আমেরিকায় পা রেখেছে শান্ত বাহিনী। তবে ওই দেশে নেমেই বিপদে পড়েছেন সাকিব আল হাসানরা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টেক্সাস রাজ্যে ভারী বর্ষণ এবং প্রচণ্ড বজ্রঝড় শুরু হয়। সেখানে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে টেক্সাসের হিউস্টনে পৌঁছায় টিম টাইগার।প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই এলাকার ১০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘণ্টায় প্রায় ৮০ থেকে ১শ মাইল বেগে বাতাস হওয়ায় কিছু ভবনের জানালার কাঁচ ভেঙে হিউস্টন শহরের রাস্তা ঢাকা পড়েছে।
এরই মধ্যে টেক্সের মেয়র জন হুইটমায়ার জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে ৪ জন মারা গেছেন।প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি কমাতে শহরটির স্কুল-কলেজ বন্ধ থাকার কথা জানা গেছে। প্রয়োজন ছাড়া লোকদের বাড়ির বাইরে আসতে মানা করা হয়েছে। এ ছাড়া অফিসের কর্মীদেরও বাড়িতে থাকতে বলা হয়েছে।
ঝড়ের সময় সেখানে থাকলেও বাংলাদেশ দল নিরাপদে আছে বলে জানা গেছে। হিউস্টনের সকালটা যথেষ্ট মেঘলা ছিল। সবাই ঝড়ের পূর্বাভাস সম্পর্কে অবগত ছিল এবং ক্রিকেটারদের কোনো অনুশীলন ছিল না। সবাই বিশ্রামে কাটিয়েছে দিন।
হিউস্টনের ওয়েস্টেইন হোটেলে ঠাঁই নিয়েছে বাংলাদেশ শিবির। সেখানে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে প্রথমবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ২১ মে। আর বাকি ২৩ ও ২৫ মে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। এরপর দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর বিশ্বকাপ মিশন শুরু হবে।
আরও পড়ুন: কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার দুই প্রীতি ম্যাচের সূচি
ক্রিফোস্পোর্টস/১৭মে২৪/এজে