বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল কানপুরে। তবে এই ম্যাচ ঘিরে উত্তেজনা বিরাজ করছে সেই অঞ্চলে। কেননা কট্টরপন্থী অখিল ভারতীয় হিন্দু মহাসভা চায় না কানপুরে বাংলাদেশের খেলা হোক। এই টেস্ট বন্ধের দাবিতে সংগঠনটি প্রতিবাদ জানিয়ে আসছিল বেশ অনেক দিন যাবত।
ভারতীয় সংগঠনটির দাবি গত ৫ আগস্ট বাংলাদেশের সরকার পতনের পর দেশটিতে বেড়েছে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নিপীড়নের মাত্রা। আর সেই প্রতিবাদে গোয়ালিয়রে এই টেস্ট ম্যাচ হতে দিতে চায় না হিন্দু মহাসভা। সরাসরি বাংলাদেশ দলকে দিয়েছে হুমকি।
গত পরশু কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ করেছে সংগঠনটি। রাস্তা আটকে আগুন জ্বালিয়ে টেস্ট বন্ধের দাবি জানিয়েছে তারা। তবে এমন পরিস্থিতি নিরাপত্তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর আস্থা রাখতে চান বলে জানিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলার আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে দল নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে। এই নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘আমরা এসব নিয়ে ভাবছি না। নিরাপত্তা নিয়ে আমরা বিসিসিআইয়ের ওপর আস্থা রাখছি। তাই খুব একটা চিন্তিত নই।’
এদিন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর কৌশল জানিয়ে হাথুরু বলেন, ‘কেউ দেশের হয়ে খেলছে এটাই সবচেয়ে বড় প্রেরণা। সবাই দেশের হয়ে খেলতে পারে না। এজন্য যারা খেলে, সবাই চায় তারা ভালো খেলুক। কীভাবে ভালো খেলা যায়, নিজের সামর্থ্য অনুযায়ী পারফরম্যান্স করা যায়, আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আরো ভালো করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করছি।’
এর আগে নতুন স্বপ্ন ও ইতিহাস করার আশা নিয়ে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ দল। তবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে রীতিমত নাস্তানাবুদ হয় টাইগাররা। এতে করে ভারতের বিপক্ষে এখনও জয় অধরা রয়ে গেছে বাংলাদেশের। তাই দ্বিতীয় ম্যাচে আগামীকাল কানপুরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে শান্ত বাহিনী।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর কৌশল জানালেন হাথুরুসিংহে
ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৪/এফএএস