Connect with us
ক্রিকেট

বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, রয়েছে দুই নতুন মুখ

Bangladesh test team announced, there are two new faces
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের পর আজ (সোমবার) সমাপ্ত হয়েছে ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে আজ লঙ্কানদের ৪ উইকেটে পরাজিত করেছে নাজমুল হোসেন শান্তর দল।

সাদা বলের সিরিজ সমাপ্তির পর এবার পালা লাল বলের। এই সিরিজে সফরকারীদের বিপক্ষে ২টি টেস্ট খেলবে টাইগাররা। প্রথম টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডানহাতি পেসার নাহিদ রানা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ ম্যাচে ৬৩ উইকেট শিকার করেছেন এই ২১ বছর বয়সী তরুণ।

Nahid Rana

নাহিদ রানা। ছবি- সংগৃহীত

দলে ফিরেছেন আরেক তরুণ পেসার মুশফিক হাসান। ঘরের মাঠে গত বছর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও ডাক পেয়েছিলেন তিনি। যদিও একাদশে সুযোগ মেলেনি তার। এছাড়া নিউজিল্যান্ড সিরিজে ব্যক্তিগত কারণে দলে না থাকা লিটন দাস ফিরেছেন প্রথম টেস্টে।

আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এরপর ৩০ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ টেস্ট মাঠে গড়াবে। দুটো ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

১ম টেস্টে বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, জাকির হাসান, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।

আরও পড়ুন: শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ 

ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট