ব্যর্থ বিশ্বকাপ যাত্রার পর খুব একটা বিশ্রামের ফুরসত মিলছে না বাংলাদেশ দলের। আগামী ২৮ নভেম্বর থেকেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে আজ (শনিবার) সন্ধ্যার পর টেস্ট এর জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
বিসিবির ঘোষিত দলে সুযোগ পেয়েছেন তিন নতুন মুখ। তারা হলেন – হাসান মাহমুদ, হাসান মুরাদ এবং শাহাদাত হোসেন লিপু। টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে। এর আগে আজ দুপুরেই অবশ্য বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন যে, সাকিবের ডেপুটি লিটন দাস এক মাসের ছুটিতে থাকায় শান্তকে অধিনায়ক করা হবে।
১৫ সদস্যের দলে এই প্রথম সুযোগ পেয়েছেন – স্পিনার হাসান মুরাদ, পেসার হাসান মাহমুদ এবং ব্যাটসম্যান শাহাদাত হেসেন লিপু। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান এবং স্পিনার নাঈম হাসান।
বিশ্বকাপেই চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ। আগে থেকেই দলের বাইরে আছেন তামিম ইকবাল এবং পেসার এবাদত হোসেন।
কিউইদের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২৮ নভেম্বর থেকে সিলেটে। আর দ্বিতীয় টেস্টটি হবে ৬ ডিসেম্বর থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, সাদমান ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাইম হাসান, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ ও হাসান মাহমুদ।
আরও পড়ুন: ফাইনালে জিতে ‘গ্যালারি ভর্তি’ ভারতীয় দর্শকদের চুপ করাতে চান কামিন্স
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৩/এমএস/এমটি