Connect with us
ক্রিকেট

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের দল ঘোষণা

বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দলের লোগো (ছবি- গুগল)

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচে দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও পেসার শরিফুল ইসলাম।

এ বিষয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ইনজুরির কথা বিবেচনায় ১৬ জনের দল দেওয়া হয়েছিল। এখন আর এমন শঙ্কা নেই। আফিফকে যেহেতু একাদশে রাখা যাচ্ছে না। তাই তাকে এখানে বসিয়ে না রেখে ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানে প্রিমিয়ার লিগ খেলবে।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে রেকর্ড গড়ে ১৮৩ রানে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে মুশিফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়ে ৬ উইকেটে ৩৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যাক্ত হয়।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রনি তালুকদার।

আরও পড়ুন: রেকর্ড রানের দিনে বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের জয়

ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট