সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। যেখানে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে আফগান অধিনায়ক মেহবুব তাসকিন। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১ টায়।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। ৮ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। যেখানে আফগানিস্তান ছাড়াও তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা ও নেপাল। অপর গ্রুপে দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে আছে স্বাগতিক আরব আমিরাত ও জাপান।
সরাসরি যেভাবে দেখা যাবে যুব এশিয়া কাপের খেলা :
যুব এশিয়া কাপে বাংলাদেশের এই ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে সনি স্পোর্টস টেন নেটওয়ার্ক ও সনি লিভ চ্যানেলে। এছাড়া স্পোর্টজফাই অ্যাপ ডাউনলোড করে বিনামূল্যে অনলাইনে সরাসরি দেখা যাবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সব ম্যাচ।
আরও পড়ুন :
» মাঠে লুটিয়ে পড়ে না ফেরার দেশে ভারতীয় ক্রিকেটার
» নাম, জন্মদিন, জন্মস্থান– সবই এক! ক্রিকেট বিশ্বে অবাক করা ঘটনা
» যুব এশিয়া কাপ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?
উভয় দলের একাদশ–
বাংলাদেশ যুব একাদশ : দেবাশীষ সরকার, কালাম সিদ্দিকী আলিন, মারুফ মৃধা, এমডি আল ফাহাদ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), ফরিদ হাসান ফয়সাল (উইকেটরক্ষক), ইকবাল হোসেন ইমন, মো রাফি উজ্জামান রাফি, রিজান হোসেন, মোহাম্মদ শিহাব জেমস ও জাওয়াদ আবরার।
আফগানিস্তান যুব একাদশ : আব্দুল আজিজ, আল্লাহ মোহাম্মদ গজানফর, বারকাতুল্লাহ ইব্রাহিমজাই, ফয়সাল খান আহমাদজাই, হামজা খান আলীখিল (উইকেটরক্ষক), খাতির স্তানিকজাই, মেহবুব তাসকিন (অধিনায়ক), নাসির খান মারুফখিল, নাজিফুল্লাহ আমিরি, নাসরতুল্লাহ নুরিস্তানি ও উজাইর খান।
ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৪/এফএএস