ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচেই হেরে ১-০ তে পিছিয়ে গেছে সফরকারীরা। এবার সিরিজ বাচাঁনোর লক্ষ্যে আজ (মঙ্গলবার) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা।
ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ক্যারিবিয়ান কাপ্তান শাই হোপ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে এক পরিবর্তন আনা হয়েছে। টাইগার একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে একাদশে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।
আরও পড়ুন:
» দ্বিতীয় ওয়ানডেতে রিয়াদ-মিরাজের সামনে রেকর্ডের হাতছানি
» পিচ বুঝে ব্যাটিং না করায় ব্যাটারদের সমালোচনায় সালাউদ্দিন
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একাদশেও একটি পরিবর্তন আনা হয়েছে। আজকের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার আলজারি জোসেপ। তার পরিবর্তে জায়গা করে নিয়েছেন মার্কুইনো মিন্ডলি। ক্যারিবিয়ানদের জার্সিতে ওয়ানডেতে এটি তার অভিষেক ম্যাচ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, আফিফ হোসেন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, ক্যাসি কার্টি, শাই হোপ, শেরফেইন রাদারফোর্ড, রস্টন চেজ, জাস্টিন গ্রেভস, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, জেইডেন সেইলস, মার্কুইনো মিন্ডলি।
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৪/বিটি