Connect with us
ক্রিকেট

ভারতকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ, আগামীকাল প্রস্তুতি ম্যাচে নজর

Bangladesh team practice; Taskin and Mushfiqur
বাংলাদেশ দলের অনুশীলন। ছবি- ক্রিকইনফো

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর তিনদিন। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত দলগুলো। এবারের আইসিসি ইভেন্টে ছিল না আনুষ্ঠানিক কোনো প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা। তবে শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুর আগে নিজেদের গা গরমের ম্যাচ খেলার সুযোগ পেয়েছে টাইগাররা। আগামীকাল পাকিস্তান শাহীনসের বিপক্ষে মাঠে নামবে শান্ত-মিরাজরা।

এদিকে আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে এরই মধ্যে দেশ ছেড়ে দুবাইয়ে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। সেখানেই কঠোর অনুশীলনে সময় পার করছে শান্ত বাহিনী। আগামীকালের প্রস্তুতি ম্যাচ দিয়েই নিজেদের চূড়ান্তভাবে ঝালিয়ে নিতে চায় টাইগার ক্রিকেটাররা। যাতে টুর্নামেন্টের শুরুতে ভারতকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পরদিন বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। এরপর গতকাল দলীয় ভাবে অনুশীলন করে তারা। এরপর পেসার তানজিম হাসান বিসিবির এক ভিডিওতে বলেন, ‘আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে।’

প্রস্তুতি ম্যাচ থেকে উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেয়া যায় তাই চেষ্টা করবেন এই পেসার, ‘প্রস্তুতি ম্যাচটা থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেব। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়, কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেংথে করলে ব্যাটসম্যানদের কষ্ট হয়, সেটা বোঝার চেষ্টা করব।’


আরও পড়ুন:

» কেমন হলো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন জার্সি?

» আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, চলবে দুই ম্যাসব্যাপী


পাকিস্তান শাহীনসের বিপক্ষে হতে যাওয়া এই প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে। ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন যাবত ওয়ানডে ক্রিকেটে মাঠে নামে না টাইগাররা। এই ম্যাচের সুযোগ না পেলে কোন প্রকার ম্যাচ প্র্যাকটিস ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করতে হতো বাংলাদেশকে।

তবে টুর্নামেন্টের শুরুটা ভালো করতে চায় টাইগাররা। ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনের পরবর্তী দিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপার মিশন শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে দেশ ছাড়ার পূর্বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছিল টাইগার অধিনায়ক শান্ত। সেই উদ্দেশ্যে এগোতে হলে ভারতের বিপক্ষে টুর্নামেন্টে ভালো শুরু পাওয়া চাই তাদের।

ভারত ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপের রয়েছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের তুলনায় আইসিসির এই ইভেন্টকে বেশি কঠিন বলছেন ক্রিকেটাররা। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বকাপের মতো নিজেদের মানিয়ে নেয়ার সময় পায়না দলগুলো। টুর্নামেন্টের টিকে থাকতে প্রথম ম্যাচ থেকেই জয় পাওয়া বেশ গুরুত্বপূর্ণ।

ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট