রাত পোহালেই পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। তবে বাংলাদেশের খেলা শুরু হতে যাচ্ছে ৭ তারিখ থেকে। আসন্ন ম্যাচগুলোকে সামনে রেখে বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুতে অনুশীলন সহকারী ঠিক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া প্রায় প্রতিটি ভেন্যুতে দুজন থ্রোয়ার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এদিকে বিশ্বকাপকে সামনে রেখে গত মাসে নিয়োগ পাওয়া বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি মনে করেন বিভিন্ন ভেনু ভিত্তিক থ্রোয়ার নেওয়া হলে তাদের কাছ থেকে উইকেট ও অন্যান্য বিষয় সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।
ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, ‘প্লেয়ার, কোচিং স্টাফসহ আরো যারা আছেন সবমিলিয়ে আইসিসির ৩০ জনের কোটা পূর্ণ হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে থ্রোয়ার নেওয়া সম্ভব হয়নি। এজন্যই ভারত থেকে থ্রোয়ার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আগামীকাল দুপুর আড়াইটায় শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ আসর। এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে প্রায় প্রতিটি দল নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর।
আরও পড়ুন: বিশ্বকাপে সুযোগ কাজে লাগাতে চান আত্মবিশ্বাসী তানজিদ তামিম
ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৩/বিটি/এসএ