ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
১৮ বছরের মধ্যে প্রথমবারের মতো পঞ্চপাণ্ডবের কোনো সদস্য ছাড়া টেস্ট খেলবে বাংলাদেশ। তবে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ মুশফিকের অনুপস্থিতি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকলেও ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার। একই সঙ্গে শান্তর অনুপস্থিতি এই সিরিজে সফরকারিদের বাড়তি চিন্তার কারণ। এই দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়া বেশ ভুগতে হবে হবে টাইগারদের।
তবে এর বাইরেও ভেন্যু নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। এই ভেন্যুতে বাংলাদেশের পরিসংখ্যান বেশ হতাশাজনক। এই মাঠে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে টাইগাররা।
আরও পড়ুন:
» সাকিবের দুর্দান্ত বোলিং, তবুও হারল দল
» বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নারী দলের অবস্থান কোথায়?
এছাড়া এই ভেন্যুতে বাংলাদেশের একটি লজ্জাজনক রেকর্ডও রয়েছে। আন্তর্জাতিক টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন ৪৩ রানে অলআউটের রেকর্ডটিও এই ভেন্যুতেই হয়েছে। সে ম্যাচে ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
সর্বশেষ ২০২২ সাকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সে সিরিজে সেন্ট লুসিয়া ও অ্যান্টিগায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়েছিল। অ্যান্টিগায় ৭ উইকেটে এবং সেন্ট লুসিয়ায় ১০ উইকেটে পরাজয় বরণ করেছিল টাইগাররা। তাই দুই অভিজ্ঞ ব্যাটারের না থাকা এবং অতীত পরিসংখ্যান বাংলাদেশকে বেশ ভোগাবে।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর সর্বশেষ দুই টেস্ট সিরিজে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তবে এই সিরিজ দিয়ে পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে লিটন- মিরাজরা। আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৪/বিটি