ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ২০১ রানের বিশাল ব্যবধানে হার দেখতে হয়েছে বাংলাদেশকে। এবার সিরিজে নিজেদের মান বাঁচাতে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে সিরিজ নিজেদের করে নিতে দ্বিতীয় টেস্টে ‘ড্র’করলেও চলবে ক্যারিবিয়ানদের। তবে স্বাগতিকদের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা।
আজ শনিবার (৩০নভেম্বর) জ্যামাইকার সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে ম্যাচটি।
দ্বিতীয় টেস্টের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বলেন, ‘জ্যামাইকার মাঠ সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ। এই মাঠে ঘাসের পরিমাণ বেশি। যার ফলে উইকেট অনেক ময়েশ্চার। সবমিলিয়ে আমরা নতুনভাবে সবটা শুরু করতে চাই।’
আরও পড়ুন:
» এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়
» ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির দায়ে তিন প্রোটিয়া ক্রিকেটার গ্রেফতার
জ্যামাইকার মাঠে নিজেদের অতীতের সুখস্মৃতি নিয়েও কথা বলেন ক্যারিবিয়ান অধিনায়ক। এসময় তিনি বলেন, ‘জ্যামাইকা অনেক দারুণ একটা জায়গা। এখানে আমাদের অনেক সুখস্মৃতি রয়েছে। আমার এখনও মনে আছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে ভালো একটা জুটি গড়েছিলাম। এছাড়াও এটা বরাবরই পেস সহায়ক পিচ হওয়ায় তখন পেসাররাও ভালো করেছিলেন। সেই অভিজ্ঞতা আমি এবারের পেসারদের সঙ্গে শেয়ার করবো। কেমার রোচ এবারও দলের সঙ্গে আছেন।’
ওয়েস্ট ইন্ডিজের পিচগুলো বরাবরই পেস সহায়ক হয়ে থাকে। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। প্রথম টেস্টে বাংলাদেশ সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। দ্বিতীয় টেস্টও পেসারদের দিয়েই আক্রমণ ভাগ সাজাবে ওয়েস্ট ইন্ডিজ সেটা একপ্রকার নিশ্চিতই বলা যায়।
পেসের সুবিধা নিতে বাংলাদেশের একাদশেও একজন পেসার বাড়ার সম্ভাবনা রয়েছে। তিন পেসারের পরিবর্তে চার পেসার নিয়ে মাঠে নামতে পারে সফরকারীরা। এক্ষেত্রে স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে পেসার নাহিদ রানাকে। তবে তিন পেসার নিয়ে খেললেও নাহিদের ফেরার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে একাদশে রাখা হতে পারে তাকে।
এছাড়া দ্বিতীয় টেস্টে ব্যাটিং অর্ডারেও আসতে পারে পরিবর্তন। ওপেনিংয়ে জাকির হাসানের জায়গায় ফিরতে পারেন সাদমান ইসলাম। এছাড়া শাহাদাত হোসেন দীপুর জায়গায় মাহিদুল ইসলাম অঙ্কনকেও দেখা যেতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সাদমান ইসলাম/জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন দিপু/মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম/নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, কিসি কার্টি, আলিক আথানেইজ, কাভেম হজ, জাস্টিন গ্রিবস, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), কেমার রোচ, আলজারি জোসেফ, শামার জোসেফ এবং জেইডেন সিলস।
ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৪/এসআর/বিটি