Connect with us
ক্রিকেট

১৭ বছর পর অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ, সূচিতে পরিবর্তন

bangladesh vs australia
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। ছবি- গুগল

দীর্ঘ ১৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সর্বশেষ ২০০৮ সালে অজিদের বিপক্ষে তাদের মাঠে সিরিজ খেলেছিল টাইগাররা। এরপর বেশ কয়েকবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হলেও সফরের সুযোগ আর হয়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। 

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সফরটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৭ সালে। তবে অস্ট্রেলিয়ার ব্যস্ত ক্রিকেট সূচির কারণে এক বছর এগিয়ে এনে ২০২৬ সালের অগাস্টে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের মার্চে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষ্যে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্ট ম্যাচ আয়োজন করবে। সেই কারণেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটি পূর্বনির্ধারিত সময়ের আগে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের এই সফরে ঠিক কোন ফরম্যাটের ম্যাচ হবে, সেটি এখনও নির্ধারিত হয়নি। তবে সিরিজটি অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।


আরও পড়ুন

» ক্রীড়াবিদদের ঈদ উদযাপন : তারকারা কেমন কাটাচ্ছেন উৎসব

» ব্রাজিলের কোচ হচ্ছেন জেসুস? নেইমারের সঙ্গে সম্পর্ক কি বাধা হবে?


২০০৮ সালের সফরে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হয়েছিল ডারউইনে। সেই সিরিজের পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ এখানে আয়োজিত হয়নি। দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে ডারউইনে, যা ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন ক্রিকেট মৌসুম শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে, যা ডারউইনেই অনুষ্ঠিত হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া ইতোমধ্যে সেখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনার কথা নিশ্চিত করেছে। ফলে বাংলাদেশের আসন্ন সফর নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট