ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ নারী ‘এ’ দল। আজ বুধবার (২৮ আগস্ট) এই সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
আসন্ন এই সিরিজে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দলের মেয়েরা।
এই সিরিজ খেলতে আগামী ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ নারী ‘এ’ দল। অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারও খেলবেন এই সিরিজে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার।
আরও পড়ুন:
» আইসিসি থেকে সুখবর পেলেন মুশফিক-মিরাজ-লিটনরা
» সেরা খেলোয়াড় মিরাজুল ও সেরা গোলরক্ষক আসিফ যা বললেন
আগামী ৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। পেনাগোডার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর একদিন বিরতি দিয়ে ১০ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে। কলোম্বোর থ্রুস্টান গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এরপর ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১২ ও ১৩ সেপ্টেম্বর কলম্বোর পি সারা ওভালে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৫ সেপ্টেম্বর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় ম্যাচ, ১৭ সেপ্টেম্বর থ্রুস্টানে চতুর্থ ম্যাচ এবং ১৯ সেপ্টেম্বর কল্টসে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/বিটি