Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৩ জয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ

Bangladesh top the table with 3 consecutive wins in World Cup qualifiers
স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ছবি- আইসিসি

পাকিস্তানে চলমান আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বে আরও একটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ। থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের পর এবার স্কটল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে টাইগ্রেসরা।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান তুলতে সক্ষম হয় স্কটল্যান্ড।

এদিন আগে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানের মাথায় ইশমা তানজিমকে (১৪) হারায় বাংলাদেশ। এরপর ফারজানা হক ও শারমীন আক্তারের ব্যাটে এগোতে থাকে টাইগ্রেসরা। দ্বিতীয় উইকেট জুটিতে ১০৩ রান যোগ করেন তারা। দলীয় ১৩৮ রানের মাথায় ফিরে যান শারমীন। তার ব্যাট থেকে আসে ৭৯ বলে ৫৭ রান। শারমীন ফেরার কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন ফারজানা। এই ওপেনারের ব্যাট থেকেও আসে ৮৪ বলে ৫৭ রান।

আরও পড়ুন:

» দুই টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল

» টানা ২ জয়ের পর র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা 

দুই সেট ব্যাটার ফেরার পর দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফাহিমা-ঋতুদের সঙ্গে জুটি গড়ে দলকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নেন জ্যোতি। তার অপরাজিত৮৩ রান ভর করে রেকর্ডগড়া ২৭৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। মাত্র ৫৯ বলে বিধ্বংসী ইনিংসে ১১টি চারের মার ছিল। এছাড়া ফাহিমা খাতুনের ব্যাট থেকে এসেছে ২৬ রান।

Nigar Sultana Joty_WWQ

৫৯ বলে ৮৩ রানে দুর্দান্ত ইনিংস খেলেন জ্যোতি। ছবি- আইসিসি

স্কটল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন ক্যাথরিন ব্রাইস। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন র‍্যাচেল স্লেটার, ক্লোই আবেল, প্রিয়নাজ চ্যাটার্জি ও ক্যাথেরিন ফ্রেজার।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। দলীয় ১১০ রানেই ৭ উইকেট হারায় তারা। তবে অষ্টম উইকেট জুটিতে প্রিয়নাজ চ্যাটার্জি ও র‍্যাচেল স্লেটার মিলে ১২৫ রান যোগ করেন। দলীয় ২২৫ রানের মাথায় প্রিয়নাজকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদা আক্তার। সাজঘরে ফেরার আগে ৬৩ বলে ৬১ রান করেন তিনি।

তবে এই জুটি ব্যবধান কমালেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান তুলতে সক্ষম হয় স্কটল্যান্ড। ৭৩ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন স্লেটার। এছাড়া সারাহ জেনিফার ব্রাইসের ব্যাট থেকে আসে ৪২ রান।

বাংলাদেশে পক্ষে ১০ ওভারে ৪০ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এছাড়া জান্নাতুল ফেরদৌস ২টি এবং মারুফা আক্তার ও রাবেয়া খান ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ নারী দল: ২৭৬/৬ (৫০ ওভার)
স্কটল্যান্ড নারী দল: ২৪২/৯ (৫০ ওভার)
ফলাফল: বাংলাদেশ নারী দল ৩৪ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট