বর্তমানে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে টাইগারদের আসন্ন ভারত সফর। এই সফরে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল রোববার ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে শান্ত বাহিনী।
সম্প্রতি পাকিস্তান সফরের দারুন সাফল্যে আত্মবিশ্বাসী টাইগার ক্রিকেটাররা। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। লাল-সবুজের প্রতিনিধিদের এমন সাফল্যে বেশ সাবধানী ভারত। তাই ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিকরা।
এরই মধ্যে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে দেয়া হয়েছে ১৬ সদস্যের টেস্ট দল। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ভারত মিশন।
এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর ধারাবাহিক ভাবে খেলা হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ।ম্যাচ তিনটি যথাক্রমে খেলা হবে গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে। টেস্ট ম্যাচ গুলো সকাল ১০টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
এক নজরে ভারত সিরিজের সময়সূচি :
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
১৯ সেপ্টেম্বর | ১ম টেস্ট | চেন্নাই | সকাল ১০টা |
২৭ সেপ্টেম্বর | ২য় টেস্ট | কানপুর | সকাল ১০টা |
৬ অক্টোবর | ১ম টি-টোয়েন্টি | গোয়ালিয়র | সন্ধ্যা ৭:৩০টা |
৯ অক্টোবর | ২য় টি-টোয়েন্টি | দিল্লি | সন্ধ্যা ৭:৩০টা |
১২ অক্টোবর | ৩য় টি-টোয়েন্টি | হায়দরাবাদ | সন্ধ্যা ৭:৩০টা |
আরও পড়ুন: ভারত সিরিজে ভিন্ন ভূমিকায় থাকছেন তামিম
ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৪/এফএএস