আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে গড়ানোর আগে দুঃসংবাদ দিয়েছে ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর। দেশটিতে এখন বর্ষাকাল। সে কারণে আশঙ্কা দেখা দিয়েছে পুরো সিরিজেই বৃষ্টি হানা দিতে পারে।
চেমসফোর্ডের আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, টাইগারদের প্রতিটি ম্যাচের আগে সেখানে বৃষ্টি হানা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আভাসের প্রমাণ পাওয়া গেছে টাইগারদের প্রস্তুতি ম্যাচেই। বৃষ্টির বাগড়ায় আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্ততি ম্যাচটি মাঠেই গড়াতে পারেনি।
দেশটির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার (৯ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধির সম্ভাবনা আছে।
মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে, শুধু মঙ্গলবারই নয় ১২ মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চেমসফোর্ডে থেমে থেমে বৃষ্টি হতে পারে। ১৪ মে ভোর ৬টা থেকে সারাদিন বৃষ্টির আভাস রয়েছে।
এদিকে এ তিনই চেমসফোর্ডে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ইংল্যান্ডের স্থানীয় সময় সকাল ১০টা আর বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। এখন বৃষ্টির শঙ্কা সিরিজে নতুন চ্যালেঞ্জ।
প্রসঙ্গত, বৃষ্টির ফলে ম্যাচগুলো পরিত্যক্ত হলে বাংলাদেশের চেয়ে আইরিশদেরই বেশি ক্ষতি হবে। কারণ এই সিরিজটি ৩-০ তে জিততে পারলে আইসিসি সুপার লিগের শীর্ষ আটে থেকে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আয়ারল্যান্ড। আর এ যোগ্যতা আগেই অর্জন করে রেখেছে বাংলাদেশ।
ম্যাচ সূচি:
চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে গড়াবে সবকটি ম্যাচ। প্রথম ম্যাচ ২ মে, দ্বিতীয় ম্যাচ ১২ মে, তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ১৪ মে।
আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের সম্মানজনক আরেকটি পুরস্কার উঠল মেসির হাতে
ক্রিফোস্পোর্টস/৫মে২৩/এসএ